শান্ত-জয়ের ব্যাটিংয়ে স্বস্তিতে বাংলাদেশ

  • Update Time : ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • / 150

দ্বিতীয় দিনের সকালে নিউজিল্যান্ডকে অলআউট করা গিয়েছিল দ্রুতই। এরপর বেশ ভালোভাবেই ব্যাটিং করছে বাংলাদেশও। নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গুনইতে দারুণ দিন কাটাচ্ছে সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লিডের আশা নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

তৃতীয় সেশন শুরুর আগে ৭০ রানে ১ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। জয় ৩ চারে ৯২ বল খেলে ৩২ ও শান্ত ৩৯ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত গেছেন ওপেনার সাদমান ইসলাম।

৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। তবে নতুন ব্যাটসম্যান রবীন্দ্রকে সেট হতে দেননি শরিফুল। তার একটু ভেতরে ঢোকানো বলে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন রাচিন। কিন্তু বল ব্যাটে চুমু খেয়ে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। সেখানে সাদমান কোনো ভুল করেননি। ক্যাচ নিয়ে শরিফুলকে তৃতীয় উইকেটের স্বাদ দেন তিনি। রাচিন ফেরেন ৪ রান করে।

উইকেটের ফায়দা নিয়ে মিরাজ পান তার দ্বিতীয় আর তৃতীয় সাফল্য। কাইল জেমিনসনের পর তার শিকার টিম সাউদি ও নেইল ওয়েগনার। টিম সাউদি (৬) তার বল উড়াতে গিয়ে শর্ট মিড উইকেটে মুমিনুলের হাতে ক্যাচ দেন। নতুন ব্যাটসম্যান ওয়েগনার (০) তার বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্রাফিনি। রিভিউ নিয়ে ওয়েগনারের উইকেট পান মিরাজ।

হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বোল্ট মিরাজের বল দেখেশুনে খেলেন। পরে নিকোলস ৭৫ রান করে মুমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

Tag :

Please Share This Post in Your Social Media


শান্ত-জয়ের ব্যাটিংয়ে স্বস্তিতে বাংলাদেশ

Update Time : ০৯:১৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

দ্বিতীয় দিনের সকালে নিউজিল্যান্ডকে অলআউট করা গিয়েছিল দ্রুতই। এরপর বেশ ভালোভাবেই ব্যাটিং করছে বাংলাদেশও। নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গুনইতে দারুণ দিন কাটাচ্ছে সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লিডের আশা নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

তৃতীয় সেশন শুরুর আগে ৭০ রানে ১ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। জয় ৩ চারে ৯২ বল খেলে ৩২ ও শান্ত ৩৯ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত গেছেন ওপেনার সাদমান ইসলাম।

৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। তবে নতুন ব্যাটসম্যান রবীন্দ্রকে সেট হতে দেননি শরিফুল। তার একটু ভেতরে ঢোকানো বলে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন রাচিন। কিন্তু বল ব্যাটে চুমু খেয়ে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। সেখানে সাদমান কোনো ভুল করেননি। ক্যাচ নিয়ে শরিফুলকে তৃতীয় উইকেটের স্বাদ দেন তিনি। রাচিন ফেরেন ৪ রান করে।

উইকেটের ফায়দা নিয়ে মিরাজ পান তার দ্বিতীয় আর তৃতীয় সাফল্য। কাইল জেমিনসনের পর তার শিকার টিম সাউদি ও নেইল ওয়েগনার। টিম সাউদি (৬) তার বল উড়াতে গিয়ে শর্ট মিড উইকেটে মুমিনুলের হাতে ক্যাচ দেন। নতুন ব্যাটসম্যান ওয়েগনার (০) তার বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্রাফিনি। রিভিউ নিয়ে ওয়েগনারের উইকেট পান মিরাজ।

হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বোল্ট মিরাজের বল দেখেশুনে খেলেন। পরে নিকোলস ৭৫ রান করে মুমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।