বড়দিনের আগেই বাড়ি ফিরবেন পেলে

  • Update Time : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • / 159

স্পোর্টস ডেস্কঃ 

বুধবার হাসপাতালে ভর্তি হন পেলে। ভক্তকুল পড়ে গেছে দুশ্চিন্তায়। তবে তার মেয়ে কেলি নাসিমেন্তো বললেন, বড়দিনের আগেই বাড়ি ফিরবেন ব্রাজিলিয়ান গ্রেট।

তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। সেখানেই গত সেপ্টেম্বরে তার কোলনের টিউমার অপসারণ করা হয় এবং ভর্তি ছিলেন প্রায় এক মাস।

হাসপাতাল কর্তৃপক্ষ তখন বলেছিল, ৮১ বছর বয়সী কিংবদন্তিকে পরে কেমোথেরাপি দিতে হবে।

বৃহস্পতিবার পেলে বলেন, তিনি কয়েকদিনের জন্য হাসপাতালে থাকবেন। ইনস্টাগ্রামে তিনি বলেন, চিকিৎসার অংশ হিসেবে একটি ছোট কেমোথেরাপি প্রয়োজন তার। এই বছর তার আর হাসপাতালে যেতে হবে না। মুষ্টিবদ্ধ ডানহাতের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দুশ্চিন্তা করবেন না। ছুটির জন্য আমি নিজেকে প্রস্তুত করছি।’

সবশেষ নাসিমেন্তো লিখেছেন, ‘দুই-তিন দিনের মধ্যে তিনি বাড়ি ফিরবেন বড়দিন উদযাপন করতে। হাসপাতালে ভর্তিটা বিস্ময়কর কিছু ছিল না। এটা আগে থেকে ঠিক করা ছিল এবং চিকিৎসার অংশ এটি।’

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গত কয়েক বছরে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় পড়েন। পাকস্থলি ও ফুসফুসের সংক্রমণ হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বড়দিনের আগেই বাড়ি ফিরবেন পেলে

Update Time : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

স্পোর্টস ডেস্কঃ 

বুধবার হাসপাতালে ভর্তি হন পেলে। ভক্তকুল পড়ে গেছে দুশ্চিন্তায়। তবে তার মেয়ে কেলি নাসিমেন্তো বললেন, বড়দিনের আগেই বাড়ি ফিরবেন ব্রাজিলিয়ান গ্রেট।

তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন। সেখানেই গত সেপ্টেম্বরে তার কোলনের টিউমার অপসারণ করা হয় এবং ভর্তি ছিলেন প্রায় এক মাস।

হাসপাতাল কর্তৃপক্ষ তখন বলেছিল, ৮১ বছর বয়সী কিংবদন্তিকে পরে কেমোথেরাপি দিতে হবে।

বৃহস্পতিবার পেলে বলেন, তিনি কয়েকদিনের জন্য হাসপাতালে থাকবেন। ইনস্টাগ্রামে তিনি বলেন, চিকিৎসার অংশ হিসেবে একটি ছোট কেমোথেরাপি প্রয়োজন তার। এই বছর তার আর হাসপাতালে যেতে হবে না। মুষ্টিবদ্ধ ডানহাতের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দুশ্চিন্তা করবেন না। ছুটির জন্য আমি নিজেকে প্রস্তুত করছি।’

সবশেষ নাসিমেন্তো লিখেছেন, ‘দুই-তিন দিনের মধ্যে তিনি বাড়ি ফিরবেন বড়দিন উদযাপন করতে। হাসপাতালে ভর্তিটা বিস্ময়কর কিছু ছিল না। এটা আগে থেকে ঠিক করা ছিল এবং চিকিৎসার অংশ এটি।’

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গত কয়েক বছরে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় পড়েন। পাকস্থলি ও ফুসফুসের সংক্রমণ হয়।