৩০০ রানে থামল পাকিস্তানের ইনিংস
- Update Time : ০২:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / 141
স্পোর্টস ডেস্কঃ
২ উইকেটে ১৮৮ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান হারিয়েছে আরও দুটি উইকেট। এরপর দৃঢ়তা দেখিয়েছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। ১৯৭ রানে চতুর্থ উইকেটের পতনের পর দুজনে আর কোনো বিপদ ঘটতে দেননি। পঞ্চম উইকেটে গড়েন ১০৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ।
বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দেন এবাদত, শিকার করেন আজহার আলীকে। যদিও তাতে এবাদতের কৃতিত্বের চেয়ে আজহারের দায়ই বেশি। পুল করতে গিয়ে আজহার তালুবন্দী হন উইকেটরক্ষক লিটন দাসের হাতে। বিদায়ের আগে ১৪৪ বলের মোকাবেলায় ৫৬ রান করেন ৮টি চারের সহায়তায়।
এরপর দল দ্বিতীয় সাফল্যের দেখা পায় খালেদ আহমেদের হাত ধরে। নিজের তৃতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পান খালেদ। উইকেটটি স্মরণীয় হয়ে থাকবে আরও এক কারণে- দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ৯টি চার ও ১টি ছক্কায় ১২৬ বলে ৭৬ রান করে আউট হন বাবর।
‘৩০০’ রানে থামল পাকিস্তানের ইনিংস
ফাওয়াদ ও রিজওয়ান দুজনই অর্ধশতক হাঁকান। রিজওয়ান ৯৪ বলে ৫৩ ও ফাওয়াদ ৯৬ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন ১ম সেশন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস : ৩০০/৪ ডি. (৯৮.৩ ওভার)
বাবর ৭৬, আজহার ৫৬, রিজওয়ান ৫৩*, ফাওয়াদ ৫০*, আবিদ ৩৯,
তাইজুল ২৫-৬-৭৩-২, খালেদ ১৭.৩-৫-৪৯-১, এবাদত ২৩-৩-৮৮-১