জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব বেগম খালেদা জিয়া: তথ্য প্রতিমন্ত্রী
- Update Time : ০৪:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / 173
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন,জিয়াউর রহমান হত্যার বিচার চায় না বেগম খালেদা জিয়া। স্ত্রী হয়ে স্বামীর হত্যার বিচার না চাওয়ার রহস্য উন্মোচিত হতে পারে তাই তিনি চুপ রয়েছেন। আসলে জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব হচ্ছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। শুধু তাই নয় জিয়ার মতো বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বেগম জিয়া।
বঙ্গবন্ধুর হত্যার কুশীলব জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করে আবারও তার মরণোত্তর বিচার দাবি করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সূচনা হতো না। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই জাতির পিতাকে হত্যা করেছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে সবসময় জীবন যৌবন দিয়ে চেষ্টা করে গেছেন। তাঁর স্বপ্ন , আদর্শ বুকে ধারণ করে তা বাস্তবায়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে সকল বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
তিনি আরও বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব খুনী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনায় সম্পৃক্ত ছিল জিয়া। জাতির সামনে তার মুখোশ উন্মোচন করতে হবে।
রবিবার (১৫ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পনের আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাবউদ্দিন আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ১৫০০ প্যাকেট রান্না করা বিতরণ করেন।