ভারতের দেওয়া ৩০ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এখন বাংলাদেশে

  • Update Time : ১০:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • / 161

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল (যশোর)

কোভিড-১৯,মহামারী করোনা চিকিৎসায় রুগী আদান-প্রদানে অ্যাম্বুলেন্সের গুরুত্ব অপরিশিম। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অ্যাম্বুলেন্সের সংখ্যা নিতান্তই কম। সরকারী হাসপাতাল গুলোয় অ্যাম্বুলেন্স দেখা গেলেও অধিকাংশ অ্যাম্বুলেন্স নষ্ট এবং অকেজো হয়ে হাসপাতাল চত্তরে পড়ে থাকতে দেখা যায়,ফলে রুগী আনা-নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ীর উপর নির্ভর করে থাকতে হয় রুগীদেরকে, নানান জটিলতার কারণে আবার সময়মত তাও পাওয়া যায় না,দু:খ,দুর্দশা নিয়ে রুগীকে হাসপাতালে নেওয়ার জন্য বিকল্প পথ খুঁজতে হয়।

ভারত বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম দেশ,১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে তাদের সহায়তা নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করি,বস্তুুত সেদিন থেকেই আজ অবধি ভারত এবং বাংলাদেশের মধ্যে যতগুলো সরকার এসেছে, প্রায় প্রতিটি সরকার দু-দেশের মধ্যে বন্ধুত্ব এবং সুসম্পর্ক বজায় রাখতে কখনও জাতীয় পর্যায়ে অনুষ্ঠান কার্যক্রমের মাধ্যমে আবার কখনও মৌসুমী উপঢৌকনের মাধ্যমে সরকার প্রধানরা উদ্যোগ গ্রহণ করে থাকেন।

আগের সরকার গুলোর মত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে তেমনি সুসম্পর্ক বজায় রাখতে বরাবরের ন্যায় এবার করোনা মোকাবেলায় বাংলাদেশকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। গেল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে নরেন্দ্র মোদি বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষনা দেন।

যার মধ্যে ১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ইতোপূর্বেই বাংলাদেশে এসে পৌছেছে। প্রতিশ্রুতি মোতাবেক ক্রমান্বয়ে তা আশা শুরু করবে। গেল কয়েক মাস আগে তারা তাদের দেশের প্রশিক্ষণ প্রাপ্ত কিছু ঘোড়া ও কুকুর বাংলাদেশকে দিয়েছে। তেমনি বাংলাদেশও পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সুসম্পর্ক রাখতে জাতীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ সহ বিভিন্ন সময়ের মৌসুমী ফল এবং সুস্বাদু ইলিশ মাছ উপঢৌকন হিসেবে পাঠিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার(৭ আগষ্ট) সকালের দিকে বেনাপোল বন্দরে ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসে পৌছেছে,যা এই মুহুর্তে বাংলাদেশের জন্য এটি বড় পাওয়া। করোনা মোকাবিলায় সময়পোযোগী পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। এ নিয়ে ভারত থেকে আশা অ্যাম্বুলেন্সের সংখ্যা দাড়ালো ৩১ টিতে। বাকিগুলি ক্রমান্বয়ে আসতে শুরু করবে।

এদিকে,বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, উপহারের অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বন্দরে এসে পৌছেছে। বন্দরের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাস্টমস এবং সিএন্ডএফ কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ে বেনাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্স গুলো ঢাকার পথে রওনা হবে বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


ভারতের দেওয়া ৩০ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এখন বাংলাদেশে

Update Time : ১০:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল (যশোর)

কোভিড-১৯,মহামারী করোনা চিকিৎসায় রুগী আদান-প্রদানে অ্যাম্বুলেন্সের গুরুত্ব অপরিশিম। আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অ্যাম্বুলেন্সের সংখ্যা নিতান্তই কম। সরকারী হাসপাতাল গুলোয় অ্যাম্বুলেন্স দেখা গেলেও অধিকাংশ অ্যাম্বুলেন্স নষ্ট এবং অকেজো হয়ে হাসপাতাল চত্তরে পড়ে থাকতে দেখা যায়,ফলে রুগী আনা-নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ীর উপর নির্ভর করে থাকতে হয় রুগীদেরকে, নানান জটিলতার কারণে আবার সময়মত তাও পাওয়া যায় না,দু:খ,দুর্দশা নিয়ে রুগীকে হাসপাতালে নেওয়ার জন্য বিকল্প পথ খুঁজতে হয়।

ভারত বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম দেশ,১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে তাদের সহায়তা নিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করি,বস্তুুত সেদিন থেকেই আজ অবধি ভারত এবং বাংলাদেশের মধ্যে যতগুলো সরকার এসেছে, প্রায় প্রতিটি সরকার দু-দেশের মধ্যে বন্ধুত্ব এবং সুসম্পর্ক বজায় রাখতে কখনও জাতীয় পর্যায়ে অনুষ্ঠান কার্যক্রমের মাধ্যমে আবার কখনও মৌসুমী উপঢৌকনের মাধ্যমে সরকার প্রধানরা উদ্যোগ গ্রহণ করে থাকেন।

আগের সরকার গুলোর মত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে তেমনি সুসম্পর্ক বজায় রাখতে বরাবরের ন্যায় এবার করোনা মোকাবেলায় বাংলাদেশকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। গেল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে নরেন্দ্র মোদি বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষনা দেন।

যার মধ্যে ১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ইতোপূর্বেই বাংলাদেশে এসে পৌছেছে। প্রতিশ্রুতি মোতাবেক ক্রমান্বয়ে তা আশা শুরু করবে। গেল কয়েক মাস আগে তারা তাদের দেশের প্রশিক্ষণ প্রাপ্ত কিছু ঘোড়া ও কুকুর বাংলাদেশকে দিয়েছে। তেমনি বাংলাদেশও পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সুসম্পর্ক রাখতে জাতীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ সহ বিভিন্ন সময়ের মৌসুমী ফল এবং সুস্বাদু ইলিশ মাছ উপঢৌকন হিসেবে পাঠিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার(৭ আগষ্ট) সকালের দিকে বেনাপোল বন্দরে ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এসে পৌছেছে,যা এই মুহুর্তে বাংলাদেশের জন্য এটি বড় পাওয়া। করোনা মোকাবিলায় সময়পোযোগী পদক্ষেপ বলে অনেকে মনে করছেন। এ নিয়ে ভারত থেকে আশা অ্যাম্বুলেন্সের সংখ্যা দাড়ালো ৩১ টিতে। বাকিগুলি ক্রমান্বয়ে আসতে শুরু করবে।

এদিকে,বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, উপহারের অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বন্দরে এসে পৌছেছে। বন্দরের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাস্টমস এবং সিএন্ডএফ কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ে বেনাপোল বন্দর থেকে অ্যাম্বুলেন্স গুলো ঢাকার পথে রওনা হবে বলে তিনি জানান।