নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে সব ধরনের নৌযান বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার, এ ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে অতিক্রম করতে পারে ইয়াস।