নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও মার্কেট খোলা থাকবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে এক প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এই ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
জারিকৃত প্রজ্ঞাপনে কঠোর স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়। অন্যথায় আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
লকডাউউন শুরুর পর থেকে শপিংমল ও বিপণীবিতান খোলা রাখার দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভও করেন তারা।
ব্যবসায়ীদের দাবি, রমজানের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তারা। আর এ সময়ের বেচা-বিক্রি দিয়েই চলেন পুরো বছর।
করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে দেশে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া লকডাউনের ২ দিন পর ঘোষণা হয় নগরগুলোর গণপরিবহন খোলে দেওয়ার। এর পরদিনই ঘোষণা আসে দোকানপাট ও শপিং সেন্টার খোলার।