চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনের মাহফিলের ব্যাপক প্রস্তুতি

  • Update Time : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / 1

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মুহাম্মদ শামীম,চাঁদপুরঃ

চাঁদপুর শহরের, পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৪ খ্রিঃ শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাইর নমুনায় মাহফিলের কাজ চলছে জোড় গতিতে।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ জয়নাল আবদিন বিডি সমাচারকে জানান, মাহফিলে আগত মুসল্লীদের মাহফিল শোনার সুবিধার্থে ইতিমধ্যে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো সম্পন্ন হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অস্থায়ী অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মাণ করা হয়েছে।

এছাড়াও থাকছে আগত মুসল্লিদের সুবিধার্থে পুলিশ কন্ট্রোল রুম, হারানো ক্যাম্প, এম্বুলেন্স সুবিধা সহ প্রাথমিক চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প (প্রশাসনিক ও সেচ্ছাসেবী)। রয়েছে প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী।

মাহফিলে আগত দেশবরেণ্য ওলামা মাশায়েখের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও বিশাল আকারের মেহমানখানা।

মুসল্লীদের সার্বিক সুবিধার্থে ১ লক্ষ বর্গফুটের বিশাল পেন্ডেলসহ থাকছে শতাধিক সাউন্ড সিস্টেম। নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভির বেস্টনীসহ আধুনিক সকল ব্যবস্থাপনা।

জয়নাল আবদিন বলেন- ৮ নভেম্বর বাদ জুমা মাহফিলের উদ্ভোধনী বয়ান শুরু হলেও ৬ নভেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছি। আরো বলেন, নভেম্বরের ৭ তারিখ রাত থেকেই জেলার প্রতিটি এলাকা থেকে কাফেলাবদ্ধ মুসল্লী আগমন ও ৮ তারিখ বাদ ফজর থেকেই সাধারণ মুসল্লিদের আগমনের ব্যাপকতা ঘটবে ইনশাআল্লাহ।

চাঁদপুর জেলা শহরে চরমোনাই নমুনায় ৩দিন ব্যাপী মাহফিল এ নিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মাহফিলে ব্যাপক মুসল্লী উপস্থিতির কথা বিবেচনা করেই সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাহফহিল কতৃপক্ষ।

মাহফিলকে ঘিরে চলছে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও রেকর্ডেড পাবলিসিটি ।

৩ দিন ব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় ৫০-৬০ জন দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

এদের মধ্যে অন্যতম হলেন- চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই), উজানীর পীর মাওলানা ফজলে এলাহী , ডা. ওবায়দুর রহমান খান নদভী (মহাপরিচালক কওমী মাদরাসা ভিত্তিক বোর্ড বেফাক), আল্লামা নুরুল হুদা ফয়েজী (খলিফা,পীর সাহেব চরমোনাই রহ.), অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ (খলিফা,পীর সাহেব চরমোনাই রহ.), ড. মোস্তাক আহমাদ (উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ), মাওলানা আব্দুল মজিদ (খলিফা,পীর সাহেব চরমোনাই রহ.), মুফতি শওকত বিন হানিফ (প্রধান মুফতি, নানুপুর মাদরাসা, চট্টগ্রাম), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (মুহতামিম, জামীয়া তালিমিয়া ঢাকা), মুফতি রেজাউল করীম আবরার (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও প্রধান মুফতি জামীয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী), মুফতি শামছুদ্দোহা আশরাফী (খতিব, সাইন্স ল্যাবরেটরী মসজিদ, ধানমন্ডি), মাওলানা মকবুল হোসাইন (কার্যকরী মুহতামিম, জামীয়া কারিমিয়া রামপুরা), মুফতি শিব্বির আহমাদ (সাহেবজাদা, পীর সাহেব উজানী), মুফতি আনিছুর রহমান আশরাফী (প্রতিষ্ঠাতা পরিচালক, আশরাফুল উলুম মাদরাসা, কুমিল্লা), মুফতি রিজওয়ান রফিকী (মুহতামিম, মারকাযুন নূর গাজীপুর), মুফতি হানজালা আহমাদ (হাজী শরিয়তুল্লাহ রহ. বংশধর, বাহাদুরপুর), মুফতি আমজাদ হোসেন আশরাফী (চেয়ারম্যান ৩নং কৃষ্ণনগর ইউনিয়ন, নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া), মুফতি ওবায়দুর রহমান হুজাইফী (মুফাচ্ছেরে কোরআন, ঢাকা), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী (নায়েবে ছদর, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, চট্টগ্রাম), মাওলানা আবুল হাসান বোখারী (সভাপতি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, পটুয়াখালী), মাওলানা ওলি আহমাদ (পীর সাহেব, শাশিয়ালী), মাওলানা আব্দুল কুদ্দুস (নায়েবে মুহতামিম, কাসিমুল উলূম মাদরাসা, কুমিল্লা), মাওলানা মাকছুদুর রহমান (শাইখুল হাদীস, জামিয়া আরাবিয়া আমলাপাড়া) মাওলানা আব্দুল মান্নান ওসমানী (খুলনা), মাওলানা মাহবুবুর রহমান আশরাফী (হেড মুহাদ্দিস, চান্দিনা আল আমিন কামিল মাদরাসা)

এছাড়াও আমন্ত্রিত স্থানীয় ওলামা মাশায়েখের মধ্যে রয়েছেন- মুফতি আব্দুল কাইয়ুম (মুঈনে মুহতামিম, ফুলছোঁয়া মাদরাসা), মাওলানা খাজা আহমদুল্লাহ (মুহতামিম, জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলুম, জাফরাবাদ, চাঁদপুর), মাওলানা কারী আশরাফ আলী (মুহতামিম, মুমিনবাড়ি মাদ্রাসা, চাঁদপুর), মাওলানা মুফতি ত্বহা খান (শিক্ষাসচিব, জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলুম, জাফরাবাদ, চাঁদপুর), মুফতি সিরাজুল ইসলাম (মুহতামিম বড় ষ্টেশন মাদরাসা), মাওলানা জাফর আহমাদ (মুহতামিম এমদাদিয়া মাদরাসা), মুফতি মাহবুবুর রহমান (মুহতামিম, দারুল ইমান বেগম মসজিদ মাদরাসা), মাওলানা রাশেদুল ইসলাম (মুহতামিম, মমিনপুর মাদরাসা), মাওলানা ইব্রাহিম খলিল মাদানী (খতিব, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদ), হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ (খতিব, হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদ), মাওলানা বোরহান উদ্দিন (খতিব বাইতুল আমিন জামে মসজিদ), মাওলানা গোলাম সরোয়ার ফরিদী (খতিব, মতলব বাজার শাহী জামে মসজিদ) প্রমুখ ওলামায়ে কেরামগণ।

মাহফিল সফলতার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইএবি ও সকল সহযোগি সংগঠনের জেলা শহর এবং স্থানীয় দায়িত্বশীল, কর্মী, সদস্যবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

শান্তিপূর্ণ এই মাহফিলে ইসলাম, দেশ ও মানবতাবাদী চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে বিশেষভাবে আহবান করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি ।

উল্লেখ্য ৮ নভেম্বর বাদ জুমা উদ্ভোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ১১ নভেম্বর বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

আখেরী মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনের মাহফিলের ব্যাপক প্রস্তুতি

Update Time : ০১:৫৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

মুহাম্মদ শামীম,চাঁদপুরঃ

চাঁদপুর শহরের, পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৪ খ্রিঃ শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাইর নমুনায় মাহফিলের কাজ চলছে জোড় গতিতে।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ জয়নাল আবদিন বিডি সমাচারকে জানান, মাহফিলে আগত মুসল্লীদের মাহফিল শোনার সুবিধার্থে ইতিমধ্যে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো সম্পন্ন হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অস্থায়ী অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মাণ করা হয়েছে।

এছাড়াও থাকছে আগত মুসল্লিদের সুবিধার্থে পুলিশ কন্ট্রোল রুম, হারানো ক্যাম্প, এম্বুলেন্স সুবিধা সহ প্রাথমিক চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প (প্রশাসনিক ও সেচ্ছাসেবী)। রয়েছে প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী।

মাহফিলে আগত দেশবরেণ্য ওলামা মাশায়েখের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও বিশাল আকারের মেহমানখানা।

মুসল্লীদের সার্বিক সুবিধার্থে ১ লক্ষ বর্গফুটের বিশাল পেন্ডেলসহ থাকছে শতাধিক সাউন্ড সিস্টেম। নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভির বেস্টনীসহ আধুনিক সকল ব্যবস্থাপনা।

জয়নাল আবদিন বলেন- ৮ নভেম্বর বাদ জুমা মাহফিলের উদ্ভোধনী বয়ান শুরু হলেও ৬ নভেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করছি। আরো বলেন, নভেম্বরের ৭ তারিখ রাত থেকেই জেলার প্রতিটি এলাকা থেকে কাফেলাবদ্ধ মুসল্লী আগমন ও ৮ তারিখ বাদ ফজর থেকেই সাধারণ মুসল্লিদের আগমনের ব্যাপকতা ঘটবে ইনশাআল্লাহ।

চাঁদপুর জেলা শহরে চরমোনাই নমুনায় ৩দিন ব্যাপী মাহফিল এ নিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মাহফিলে ব্যাপক মুসল্লী উপস্থিতির কথা বিবেচনা করেই সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাহফহিল কতৃপক্ষ।

মাহফিলকে ঘিরে চলছে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও রেকর্ডেড পাবলিসিটি ।

৩ দিন ব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় ৫০-৬০ জন দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

এদের মধ্যে অন্যতম হলেন- চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই), উজানীর পীর মাওলানা ফজলে এলাহী , ডা. ওবায়দুর রহমান খান নদভী (মহাপরিচালক কওমী মাদরাসা ভিত্তিক বোর্ড বেফাক), আল্লামা নুরুল হুদা ফয়েজী (খলিফা,পীর সাহেব চরমোনাই রহ.), অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ (খলিফা,পীর সাহেব চরমোনাই রহ.), ড. মোস্তাক আহমাদ (উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ), মাওলানা আব্দুল মজিদ (খলিফা,পীর সাহেব চরমোনাই রহ.), মুফতি শওকত বিন হানিফ (প্রধান মুফতি, নানুপুর মাদরাসা, চট্টগ্রাম), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (মুহতামিম, জামীয়া তালিমিয়া ঢাকা), মুফতি রেজাউল করীম আবরার (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও প্রধান মুফতি জামীয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী), মুফতি শামছুদ্দোহা আশরাফী (খতিব, সাইন্স ল্যাবরেটরী মসজিদ, ধানমন্ডি), মাওলানা মকবুল হোসাইন (কার্যকরী মুহতামিম, জামীয়া কারিমিয়া রামপুরা), মুফতি শিব্বির আহমাদ (সাহেবজাদা, পীর সাহেব উজানী), মুফতি আনিছুর রহমান আশরাফী (প্রতিষ্ঠাতা পরিচালক, আশরাফুল উলুম মাদরাসা, কুমিল্লা), মুফতি রিজওয়ান রফিকী (মুহতামিম, মারকাযুন নূর গাজীপুর), মুফতি হানজালা আহমাদ (হাজী শরিয়তুল্লাহ রহ. বংশধর, বাহাদুরপুর), মুফতি আমজাদ হোসেন আশরাফী (চেয়ারম্যান ৩নং কৃষ্ণনগর ইউনিয়ন, নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া), মুফতি ওবায়দুর রহমান হুজাইফী (মুফাচ্ছেরে কোরআন, ঢাকা), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী (নায়েবে ছদর, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, চট্টগ্রাম), মাওলানা আবুল হাসান বোখারী (সভাপতি, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, পটুয়াখালী), মাওলানা ওলি আহমাদ (পীর সাহেব, শাশিয়ালী), মাওলানা আব্দুল কুদ্দুস (নায়েবে মুহতামিম, কাসিমুল উলূম মাদরাসা, কুমিল্লা), মাওলানা মাকছুদুর রহমান (শাইখুল হাদীস, জামিয়া আরাবিয়া আমলাপাড়া) মাওলানা আব্দুল মান্নান ওসমানী (খুলনা), মাওলানা মাহবুবুর রহমান আশরাফী (হেড মুহাদ্দিস, চান্দিনা আল আমিন কামিল মাদরাসা)

এছাড়াও আমন্ত্রিত স্থানীয় ওলামা মাশায়েখের মধ্যে রয়েছেন- মুফতি আব্দুল কাইয়ুম (মুঈনে মুহতামিম, ফুলছোঁয়া মাদরাসা), মাওলানা খাজা আহমদুল্লাহ (মুহতামিম, জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলুম, জাফরাবাদ, চাঁদপুর), মাওলানা কারী আশরাফ আলী (মুহতামিম, মুমিনবাড়ি মাদ্রাসা, চাঁদপুর), মাওলানা মুফতি ত্বহা খান (শিক্ষাসচিব, জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলুম, জাফরাবাদ, চাঁদপুর), মুফতি সিরাজুল ইসলাম (মুহতামিম বড় ষ্টেশন মাদরাসা), মাওলানা জাফর আহমাদ (মুহতামিম এমদাদিয়া মাদরাসা), মুফতি মাহবুবুর রহমান (মুহতামিম, দারুল ইমান বেগম মসজিদ মাদরাসা), মাওলানা রাশেদুল ইসলাম (মুহতামিম, মমিনপুর মাদরাসা), মাওলানা ইব্রাহিম খলিল মাদানী (খতিব, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদ), হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ (খতিব, হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদ), মাওলানা বোরহান উদ্দিন (খতিব বাইতুল আমিন জামে মসজিদ), মাওলানা গোলাম সরোয়ার ফরিদী (খতিব, মতলব বাজার শাহী জামে মসজিদ) প্রমুখ ওলামায়ে কেরামগণ।

মাহফিল সফলতার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইএবি ও সকল সহযোগি সংগঠনের জেলা শহর এবং স্থানীয় দায়িত্বশীল, কর্মী, সদস্যবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

শান্তিপূর্ণ এই মাহফিলে ইসলাম, দেশ ও মানবতাবাদী চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে বিশেষভাবে আহবান করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি ।

উল্লেখ্য ৮ নভেম্বর বাদ জুমা উদ্ভোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ১১ নভেম্বর বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

আখেরী মোনাজাত পরিচালনা করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।