বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরন শেষে বৈষম্য ছাত্রদের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ

  • Update Time : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 19

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ

-আগষ্ট/২০২৪ দেশব্যাপী বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কল্পে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার শার্শা এবং বেনাপোল শাখা কমিটির পক্ষ থেকে অর্থ আদায়ের উদ্যোগ ও কর্মসূচি সফল করার লক্ষ্যে বাস্তবায়নমুখী নানাবিধ কার্যক্রম গ্রহন করে। প্রায় মাস ব্যাপি এসব কর্মসূচি সফলভাবে পরিচালনা শেষে একটি আয়-ব্যায়ের হিসাব জন সম্মুখে তুলে ধরার জন্য স্থানীয় “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ঐ সংবাদ সন্মেলনে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন-শিক্ষক আব্দুল মান্নান,স্যার। এ সময় আয়-ব্যায়ের হিসেব প্রকাশে সহায়তা প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শার্শা এবং বেনাপোল শাখা কমিটি’র সমন্বয়ক-রেজওয়ান হোসেন আকাশ,মো.আব্দুল্লাহ আল গালিব,মো.সাজেদুর রহমান শিপু,পারভেজ মোশারফ,সানোয়ার হোসেন বনি।

ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক প্রধান উপদেষ্টা স্যার আব্দুল মান্নান জানান- “বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়ে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার উপদ্রব দেখা দেয়।

এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করে। ছাত্র আন্দোলনের সব সমন্বয়ক এবং স্বেচ্ছাসেবী দল জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে অত্যান্ত সফলতার সাথে উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করা হয়”। 

সংবাদ সন্মেলনে ছাত্র সমন্বয়করা জানান-“বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কল্পে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার শার্শা এবং বেনাপোল শাখা কমিটির পক্ষ থেকে গত ২৩ আগষ্ট/২০২৪ অর্থ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয় এবং তা শেষ করা হয় ২৬ আগষ্ট/২০২৪ ইং তারিখ পর্যন্ত। এতে ২৩ আগষ্ট-৮০,৪০৯/- টাকা,২৪ আগষ্ট-৮৭,৬০৯/-টাকা,২৫ আগষ্ট-১,১৮,৭৯৩/-টাকা,২৬ আগষ্ট-৯২,০৭৫/-টাকা এবং অন্যান্য অনুদান সহ সর্বমোট অনুদান আদায়-২,০৪,৪৬০/-(দুই লাখ চার হাজার চারশত ষাট টাকা)।

ত্রাণকাজে অর্থ ব্যায়ের পরিমান-বেনাপোল টু খুলনা দুর্গত এলাকায় গমণ। যাতায়াত বাবদ ব্যায়-১২,০০০/-টাকা(ট্রলার এবং নৌকা),বেনাপোল টু নোয়াখালী-১০,৫০০/-(ট্রাক ভাড়া),২৯জনের যাতায়াত খরচ বাবদ ব্যয়-২৫,০০০/-টাকা,খাওয়া বাবদ-৮,০০০/-টাকা,পিকআপ ভাড়া বাবদ-১৬,০০০/-টাকা। সর্বমোট খরচ-৭১,৫০০/-টাকা।অন্যদিকে, নোয়াখালী বন্যার্তদের মাঝে চাউল ৬০০ কেজি-৩৯,০০০/- টাকা,ডাউল ২০০ কেজি-২২,০০০/-টাকা,আশ্রয় কেন্দ্র রান্না বাবদ ৩দিন-১২,৫০০/- টাকা। খুলনা এবং নোয়াখালী বন্যা দুর্গত এলাকায় মোট অর্থ ব্যায়-১,৫০,০০০/-(এক লাখ পঞ্চাশ হাজার টাকা)।

আয়-ব্যায় শেষে কমিটি’র নিকট অবশিষ্ট আছে-৫৪,৪৬০/-(চুয়ান্ন হাজার চারশত ষাট টাকা)। অবশিষ্ট টাকা ক্রমান্বয়ে বন্যার্তদের মাঝে খরচ করা হবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। যাঁরা অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে থেকেছেন এবং সকল শুভাকাঙ্খীদের জন্য দোয়া কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরন শেষে বৈষম্য ছাত্রদের আয়-ব্যায়ের হিসাব প্রকাশ

Update Time : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ

-আগষ্ট/২০২৪ দেশব্যাপী বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কল্পে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার শার্শা এবং বেনাপোল শাখা কমিটির পক্ষ থেকে অর্থ আদায়ের উদ্যোগ ও কর্মসূচি সফল করার লক্ষ্যে বাস্তবায়নমুখী নানাবিধ কার্যক্রম গ্রহন করে। প্রায় মাস ব্যাপি এসব কর্মসূচি সফলভাবে পরিচালনা শেষে একটি আয়-ব্যায়ের হিসাব জন সম্মুখে তুলে ধরার জন্য স্থানীয় “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল” কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ঐ সংবাদ সন্মেলনে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন-শিক্ষক আব্দুল মান্নান,স্যার। এ সময় আয়-ব্যায়ের হিসেব প্রকাশে সহায়তা প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শার্শা এবং বেনাপোল শাখা কমিটি’র সমন্বয়ক-রেজওয়ান হোসেন আকাশ,মো.আব্দুল্লাহ আল গালিব,মো.সাজেদুর রহমান শিপু,পারভেজ মোশারফ,সানোয়ার হোসেন বনি।

ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক প্রধান উপদেষ্টা স্যার আব্দুল মান্নান জানান- “বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়ে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার উপদ্রব দেখা দেয়।

এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করে। ছাত্র আন্দোলনের সব সমন্বয়ক এবং স্বেচ্ছাসেবী দল জেলা-উপজেলায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে অত্যান্ত সফলতার সাথে উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করা হয়”। 

সংবাদ সন্মেলনে ছাত্র সমন্বয়করা জানান-“বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কল্পে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার শার্শা এবং বেনাপোল শাখা কমিটির পক্ষ থেকে গত ২৩ আগষ্ট/২০২৪ অর্থ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয় এবং তা শেষ করা হয় ২৬ আগষ্ট/২০২৪ ইং তারিখ পর্যন্ত। এতে ২৩ আগষ্ট-৮০,৪০৯/- টাকা,২৪ আগষ্ট-৮৭,৬০৯/-টাকা,২৫ আগষ্ট-১,১৮,৭৯৩/-টাকা,২৬ আগষ্ট-৯২,০৭৫/-টাকা এবং অন্যান্য অনুদান সহ সর্বমোট অনুদান আদায়-২,০৪,৪৬০/-(দুই লাখ চার হাজার চারশত ষাট টাকা)।

ত্রাণকাজে অর্থ ব্যায়ের পরিমান-বেনাপোল টু খুলনা দুর্গত এলাকায় গমণ। যাতায়াত বাবদ ব্যায়-১২,০০০/-টাকা(ট্রলার এবং নৌকা),বেনাপোল টু নোয়াখালী-১০,৫০০/-(ট্রাক ভাড়া),২৯জনের যাতায়াত খরচ বাবদ ব্যয়-২৫,০০০/-টাকা,খাওয়া বাবদ-৮,০০০/-টাকা,পিকআপ ভাড়া বাবদ-১৬,০০০/-টাকা। সর্বমোট খরচ-৭১,৫০০/-টাকা।অন্যদিকে, নোয়াখালী বন্যার্তদের মাঝে চাউল ৬০০ কেজি-৩৯,০০০/- টাকা,ডাউল ২০০ কেজি-২২,০০০/-টাকা,আশ্রয় কেন্দ্র রান্না বাবদ ৩দিন-১২,৫০০/- টাকা। খুলনা এবং নোয়াখালী বন্যা দুর্গত এলাকায় মোট অর্থ ব্যায়-১,৫০,০০০/-(এক লাখ পঞ্চাশ হাজার টাকা)।

আয়-ব্যায় শেষে কমিটি’র নিকট অবশিষ্ট আছে-৫৪,৪৬০/-(চুয়ান্ন হাজার চারশত ষাট টাকা)। অবশিষ্ট টাকা ক্রমান্বয়ে বন্যার্তদের মাঝে খরচ করা হবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। যাঁরা অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে থেকেছেন এবং সকল শুভাকাঙ্খীদের জন্য দোয়া কামনা করা হয়।