বেনাপোলে ৭৮ বোতল ফেন্সিডিল ও বিষাক্ত ওষুধ সহ ০১ জন গ্রেফতার

  • Update Time : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 14

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা হতে মালিকবিহীন ০৬ (ছয়) বোতল LSD (Lysergic Acid Diethylamide) এবং ৭৮ বোতল ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৮৫৪ লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস ব্রিফিং” এ জানিয়েছেন-“মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ বেনাপোল বিওপি’র অধিনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি চৌকশ টহলদল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্ট হতে ২০০ গজ দক্ষিন পাশে রেললাইন দিয়ে সন্দেহভাজন ০১জন ব্যক্তি ব্যাগ হাতে পাঁয়ে হেটে আসছিল। পূর্বে থেকে অবস্থান নেয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় ঐ ব্যাক্তি। পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগ তল্লাশি করে

৬,২৪,০০,০০০/- টাকা মূল্যের ০৬ বোতল LSD (Lysergic Acid Diethylamide) (প্রতি বোতল ১০০ এমএল) ও ৫৪০০/- টাকা মূল্যের ১৮ পিস ক্লোভ-জি ক্রিম এবং ৫৭০০/- টাকা মূল্যের ১৯ পিস স্কিন সাইন ক্রিম উদ্ধার করা হয়”।

“অপর একটি অভিযানে বিজিবি’র শিকারপুর বিওপি’র একটি চৌকশ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিকারপুর গ্রামস্থ মাঠে ফাঁদ পেতে থাকে। এ সময় ০২জন চোরাকারবারী ভারতের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে থাকে,এসময় বিজিবি’র টহলদলের নিকটবর্তী আসলে তাদের ধাওয়া করলে কাঁধে থাকা বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত বস্তা তল্লাশী করে

২৮,৮০০/- (আটাশ  হাজার আটশত) টাকা মূল্যের ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়”। 

এছাড়াও, “গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বিজিবি’র কাশিপুর বিওপি’র একটি চৌকশ টহল দল  ০১ জন আসামীসহ ২৪০০/- টাকা মূল্যের ০৬ বোতল ফেন্সিডিল, ৬৬৫/- টাকা মূল্যের ১৯০ গ্রাম ভারতীয় গাঁজা, ১৬০০০/- টাকা মূল্যের ০১টি মোবাইল ফোন জব্দ করে”। 

উদ্ধার হওয়া মাদকের সর্বমোট সিজার মূল্য ৬,২৪,৫৮,৯৬৫/- (ছয় কোটি চব্বিশ লক্ষ আটান্ন হাজার নয়শত পয়ষট্টি টাকা) মাত্র।

আটককৃত আসামীসহ ফেন্সিডিল, গাঁজা ও মোবাইল থানায় জমা করা হয়েছে এবং বিভিন্ন প্রকার ক্রিম বেনাপোল কাষ্টমস্ হাউজে জমা ও LSD (Lysergic Acid Diethylamide) ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে “প্রেস ব্রিফিং” এ জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বেনাপোলে ৭৮ বোতল ফেন্সিডিল ও বিষাক্ত ওষুধ সহ ০১ জন গ্রেফতার

Update Time : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা হতে মালিকবিহীন ০৬ (ছয়) বোতল LSD (Lysergic Acid Diethylamide) এবং ৭৮ বোতল ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৮৫৪ লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এক “প্রেস ব্রিফিং” এ জানিয়েছেন-“মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ বেনাপোল বিওপি’র অধিনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি চৌকশ টহলদল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্ট হতে ২০০ গজ দক্ষিন পাশে রেললাইন দিয়ে সন্দেহভাজন ০১জন ব্যক্তি ব্যাগ হাতে পাঁয়ে হেটে আসছিল। পূর্বে থেকে অবস্থান নেয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় ঐ ব্যাক্তি। পরবর্তীতে টহলদল উক্ত ব্যাগ তল্লাশি করে

৬,২৪,০০,০০০/- টাকা মূল্যের ০৬ বোতল LSD (Lysergic Acid Diethylamide) (প্রতি বোতল ১০০ এমএল) ও ৫৪০০/- টাকা মূল্যের ১৮ পিস ক্লোভ-জি ক্রিম এবং ৫৭০০/- টাকা মূল্যের ১৯ পিস স্কিন সাইন ক্রিম উদ্ধার করা হয়”।

“অপর একটি অভিযানে বিজিবি’র শিকারপুর বিওপি’র একটি চৌকশ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিকারপুর গ্রামস্থ মাঠে ফাঁদ পেতে থাকে। এ সময় ০২জন চোরাকারবারী ভারতের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে থাকে,এসময় বিজিবি’র টহলদলের নিকটবর্তী আসলে তাদের ধাওয়া করলে কাঁধে থাকা বস্তা ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত বস্তা তল্লাশী করে

২৮,৮০০/- (আটাশ  হাজার আটশত) টাকা মূল্যের ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়”। 

এছাড়াও, “গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে বিজিবি’র কাশিপুর বিওপি’র একটি চৌকশ টহল দল  ০১ জন আসামীসহ ২৪০০/- টাকা মূল্যের ০৬ বোতল ফেন্সিডিল, ৬৬৫/- টাকা মূল্যের ১৯০ গ্রাম ভারতীয় গাঁজা, ১৬০০০/- টাকা মূল্যের ০১টি মোবাইল ফোন জব্দ করে”। 

উদ্ধার হওয়া মাদকের সর্বমোট সিজার মূল্য ৬,২৪,৫৮,৯৬৫/- (ছয় কোটি চব্বিশ লক্ষ আটান্ন হাজার নয়শত পয়ষট্টি টাকা) মাত্র।

আটককৃত আসামীসহ ফেন্সিডিল, গাঁজা ও মোবাইল থানায় জমা করা হয়েছে এবং বিভিন্ন প্রকার ক্রিম বেনাপোল কাষ্টমস্ হাউজে জমা ও LSD (Lysergic Acid Diethylamide) ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে “প্রেস ব্রিফিং” এ জানানো হয়েছে।