কুমিল্লায় বিএনপর সমর্থককে কুপিয়ে হত্যা করেছে আ’লীগ নেতারা

  • Update Time : ০৪:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • / 27

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সৈচাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, ক্ষমতাচ্যুত দলটির সাবেক দুই সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও মো. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। সকালে কার্যালয় ভাঙচুরের বিষয়ে ডাকা বৈঠকে জড়ো হন দুই পক্ষের সমর্থকরা। এক পর্যায়ে সেখানেই তারা সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে উপস্থিত বিএনপির সমর্থক সিদ্দিকের উপর ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে তাকে কুপিয়ে হত্যা করে আ’লীগ একাংশের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের রেজিস্ট্রার ডা. আবু জাফর রনি জানান, নিহত সিদ্দিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় বিএনপর সমর্থককে কুপিয়ে হত্যা করেছে আ’লীগ নেতারা

Update Time : ০৪:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ফতেহাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সৈচাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, ক্ষমতাচ্যুত দলটির সাবেক দুই সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও মো. আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। সকালে কার্যালয় ভাঙচুরের বিষয়ে ডাকা বৈঠকে জড়ো হন দুই পক্ষের সমর্থকরা। এক পর্যায়ে সেখানেই তারা সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে উপস্থিত বিএনপির সমর্থক সিদ্দিকের উপর ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে তাকে কুপিয়ে হত্যা করে আ’লীগ একাংশের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের রেজিস্ট্রার ডা. আবু জাফর রনি জানান, নিহত সিদ্দিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।