নবীনগরে বন্ধুর হাতে কিশোর খুন, গ্রেপ্তার দুই ভাই

  • Update Time : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 23

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় আব্দুর রাহিম (১৬) নামে এক কিশোর দুই ভাইয়ের হাতে ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও নবীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণপুর গ্রামের জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৭)।

গত রবিবার (১১ আগস্ট) রাতে নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাহিম একই গ্রামের অটোগ্যারেজ মালিক মো. ইসমাইলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তিন বন্ধু শাকিল, মারুফ ও নিহত আব্দুর রাহিম মিলে পার্টি (পিকনিক) করে। পার্টির একপর্যায়ে আচার নিয়ে কথা কাটাকাটির জেরে শাকিল আব্দুর রাহিমকে ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন অংশে যখম করে, তার অণ্ডকোষ কেটে হত্যা করে।

পরে এলাকাবাসী তাদের আটক করে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে খবর দিলে এক দল সেনাবাহিনী মরদেহটি উদ্ধার করে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কথাকাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করে তার বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করে, ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। আজ সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media


নবীনগরে বন্ধুর হাতে কিশোর খুন, গ্রেপ্তার দুই ভাই

Update Time : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় আব্দুর রাহিম (১৬) নামে এক কিশোর দুই ভাইয়ের হাতে ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও নবীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণপুর গ্রামের জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৭)।

গত রবিবার (১১ আগস্ট) রাতে নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাহিম একই গ্রামের অটোগ্যারেজ মালিক মো. ইসমাইলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তিন বন্ধু শাকিল, মারুফ ও নিহত আব্দুর রাহিম মিলে পার্টি (পিকনিক) করে। পার্টির একপর্যায়ে আচার নিয়ে কথা কাটাকাটির জেরে শাকিল আব্দুর রাহিমকে ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন অংশে যখম করে, তার অণ্ডকোষ কেটে হত্যা করে।

পরে এলাকাবাসী তাদের আটক করে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে খবর দিলে এক দল সেনাবাহিনী মরদেহটি উদ্ধার করে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কথাকাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করে তার বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করে, ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। আজ সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।’