কুমিল্লার চৌয়ারায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের জায়গার দেয়াল ভাঙচুরের অভিযোগ

  • Update Time : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 43

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর চৌয়ারা এলাকায় পূর্ব শত্রুতার জেরে কৃষক রুস্তম আলীর জায়গার সাইট ওয়াল ভাঙচুর করা হয়েছে। এতে তার গাছের ক্ষয়ক্ষতিসহ প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) নগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১০৮/১১ এ ২০০৮ সালে কুমিল্লা আদালতে এ জায়গার বিষয়ে একটি মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে ২০১১ সালে আদালতের রায়ে প্রায় ৪৮ জায়গা ফিরে পায়। আদালতের রায়ের পর থেকে জায়গাটির দখলে যায় ওই এলাকার চেরাগ আলীর ছেলে রুস্তম আলী। পরে জায়গাটিতে বিভিন্ন গাছপালা রোপন করা হয়। হঠাৎ এ জায়গার দেয়ালটি ফজলুর রহমানের নেতৃত্বে আমির,মনির,আরাফাত,সাফায়েত,মোসলেম,হানিফ,নোমান,তারেক,ইয়াকুব,ফরহাদ,আরিফ,সফিক আর্মি,নজরুল,ফজলু এ হামলা করে। এতে প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে রুস্তম আলী বলেন, যারা হামলা করেছে তাদের সবাই আমার এ জায়গার দেওয়াল ভেঙে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। ফজলুর রহমান সে আমার আত্মীয়। আদালতে সে বন্টকনামার একটি মামলা করে। তা এখনো চলমান। আদালতের রায় না আসার আগে সে কিভাবে আমার জায়গার দেওয়াল ভাঙলো। আমি এর বিচার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নিকট চাই।

এ বিষয়ে হামলাকারী ফজলুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের জায়গা সে দখল করে রাখছে, তাই আমরা এগুলো ভাঙছি।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লার চৌয়ারায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের জায়গার দেয়াল ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর চৌয়ারা এলাকায় পূর্ব শত্রুতার জেরে কৃষক রুস্তম আলীর জায়গার সাইট ওয়াল ভাঙচুর করা হয়েছে। এতে তার গাছের ক্ষয়ক্ষতিসহ প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) নগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ১০৮/১১ এ ২০০৮ সালে কুমিল্লা আদালতে এ জায়গার বিষয়ে একটি মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে ২০১১ সালে আদালতের রায়ে প্রায় ৪৮ জায়গা ফিরে পায়। আদালতের রায়ের পর থেকে জায়গাটির দখলে যায় ওই এলাকার চেরাগ আলীর ছেলে রুস্তম আলী। পরে জায়গাটিতে বিভিন্ন গাছপালা রোপন করা হয়। হঠাৎ এ জায়গার দেয়ালটি ফজলুর রহমানের নেতৃত্বে আমির,মনির,আরাফাত,সাফায়েত,মোসলেম,হানিফ,নোমান,তারেক,ইয়াকুব,ফরহাদ,আরিফ,সফিক আর্মি,নজরুল,ফজলু এ হামলা করে। এতে প্রায় ১০/১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে রুস্তম আলী বলেন, যারা হামলা করেছে তাদের সবাই আমার এ জায়গার দেওয়াল ভেঙে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। ফজলুর রহমান সে আমার আত্মীয়। আদালতে সে বন্টকনামার একটি মামলা করে। তা এখনো চলমান। আদালতের রায় না আসার আগে সে কিভাবে আমার জায়গার দেওয়াল ভাঙলো। আমি এর বিচার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নিকট চাই।

এ বিষয়ে হামলাকারী ফজলুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের জায়গা সে দখল করে রাখছে, তাই আমরা এগুলো ভাঙছি।