রাণীশংকৈলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

  • Update Time : ০৭:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / 56

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (৩ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে মূল সড়কে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পৌর শহরের শিবদিঘি মডেল মসজিদের সামনে গিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় তাদের মাথায় লাল কাপড়ের ফিতা ও হাতে বিভিন্ন ব্যানার,ফেস্টুন ও পোস্টার দেখা যায় । এরপর মিছিলটি রাণীশংকৈল বন্দর শান্তা ডেকেরেটর পর্যন্ত এসে আবার শিবদিঘি তিন রাস্তার মৌড়ে গিয়ে সমবেত হয়। সেখানে শিক্ষার্থীরা পোষ্টার হাতে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তোলেন বিক্ষোভকারিরা। এখানে তাঁদের কয়েকজন শিক্ষার্থী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, হামলা-মামলা ও হয়রানির বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাই। এই সাথে তাঁরা শিক্ষার্থীর উপর আর কোন হামলা মামলা ও হয়রানি না করা হয় তাঁর দাবি জানায এবং নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায়। সেখান থেকে সন্ধ্যায় কোটা আন্দোলনকারি শহীদদের স্মরণে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদেরকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, মিছিল চলাকালে পুলিশ তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীশংকৈলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ 

Update Time : ০৭:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (৩ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে মূল সড়কে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে পৌর শহরের শিবদিঘি মডেল মসজিদের সামনে গিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় তাদের মাথায় লাল কাপড়ের ফিতা ও হাতে বিভিন্ন ব্যানার,ফেস্টুন ও পোস্টার দেখা যায় । এরপর মিছিলটি রাণীশংকৈল বন্দর শান্তা ডেকেরেটর পর্যন্ত এসে আবার শিবদিঘি তিন রাস্তার মৌড়ে গিয়ে সমবেত হয়। সেখানে শিক্ষার্থীরা পোষ্টার হাতে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তোলেন বিক্ষোভকারিরা। এখানে তাঁদের কয়েকজন শিক্ষার্থী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, হামলা-মামলা ও হয়রানির বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাই। এই সাথে তাঁরা শিক্ষার্থীর উপর আর কোন হামলা মামলা ও হয়রানি না করা হয় তাঁর দাবি জানায এবং নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানায়। সেখান থেকে সন্ধ্যায় কোটা আন্দোলনকারি শহীদদের স্মরণে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যদেরকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন, মিছিল চলাকালে পুলিশ তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।