শান্তিপূর্ণ মিছিলে বাধা; কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা

  • Update Time : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / 45

এরফান হোছাইন:.

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে কক্সবাজারে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা লিংক রোডে জমায়েত হয়ে মিচিল নিয়ে কলেজের সামনে গেলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া করে।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোটা আন্দোলনকারী ছাত্র রাকিব বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে মিচিল নিয়ে কলেজের সামনে গেলে ছাত্রলীগ কর্মীরা আমাদের উপর হামলা করে।”

কলেজ ছাত্রলীগ নেতা আসিফ বলেন, “বহিরাগত একদল উশৃঙ্খল ছাত্রছাত্রী মিচিল নিয়ে এসে আমাদের কলেজের গেট ভেঙ্গে ঢোকার চেষ্টা করে এবং তারা মোটরসাইকেল ভাঙচুর করেছে।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজমান।

Tag :

Please Share This Post in Your Social Media


শান্তিপূর্ণ মিছিলে বাধা; কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা

Update Time : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

এরফান হোছাইন:.

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে কক্সবাজারে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা লিংক রোডে জমায়েত হয়ে মিচিল নিয়ে কলেজের সামনে গেলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া করে।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোটা আন্দোলনকারী ছাত্র রাকিব বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে মিচিল নিয়ে কলেজের সামনে গেলে ছাত্রলীগ কর্মীরা আমাদের উপর হামলা করে।”

কলেজ ছাত্রলীগ নেতা আসিফ বলেন, “বহিরাগত একদল উশৃঙ্খল ছাত্রছাত্রী মিচিল নিয়ে এসে আমাদের কলেজের গেট ভেঙ্গে ঢোকার চেষ্টা করে এবং তারা মোটরসাইকেল ভাঙচুর করেছে।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজমান।