রাণীনগরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিস্ফোরক মামলায় আসামি, ধরছে না পুলিশ

  • Update Time : ০৯:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • / 38

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ২নং এজাহার নামীয় এক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। ওই আসামির নাম মো. আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক (৪৫)। তিনি উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা।

প্রায় প্রতিনিয়তই তিনি উপজেলা পরিষদ, থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না রাণীনগর থানা পুলিশ।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০-১৫ কর্মী মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঝিনা-রাণীনগর সড়কের দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে রাণীনগর থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহার নামীয় ৭ জন আসামি জামিনে আছেন। আর মামলার এজাহার নামীয় ২নং আসামি আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক (৪৫) জামিন ছাড়াই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মামলার পর রাজ্জাক বাদে মামলার অন্যান্য আসামিদের পুলিশ গ্রেফতারের জন্য বাড়িতে ঘুমাতেও দেয়নি। পুলিশের ভয়ে দিনে পর দিন তাদের পালিয়ে থাকতে হয়েছে। পরে আদালত থেকে জামিন নিয়ে আছেন। কিন্তু রহস্যজনক কারণে রাজ্জাককে গ্রেফতার করা হয়নি। সে জামিন ছাড়াই রাণীনগর থানা পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, রাজ্জাক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিস্ফোরক মামলায় আসামি, ধরছে না পুলিশ

Update Time : ০৯:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ২নং এজাহার নামীয় এক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। ওই আসামির নাম মো. আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক (৪৫)। তিনি উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা।

প্রায় প্রতিনিয়তই তিনি উপজেলা পরিষদ, থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না রাণীনগর থানা পুলিশ।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০-১৫ কর্মী মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঝিনা-রাণীনগর সড়কের দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে রাণীনগর থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহার নামীয় ৭ জন আসামি জামিনে আছেন। আর মামলার এজাহার নামীয় ২নং আসামি আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক (৪৫) জামিন ছাড়াই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মামলার পর রাজ্জাক বাদে মামলার অন্যান্য আসামিদের পুলিশ গ্রেফতারের জন্য বাড়িতে ঘুমাতেও দেয়নি। পুলিশের ভয়ে দিনে পর দিন তাদের পালিয়ে থাকতে হয়েছে। পরে আদালত থেকে জামিন নিয়ে আছেন। কিন্তু রহস্যজনক কারণে রাজ্জাককে গ্রেফতার করা হয়নি। সে জামিন ছাড়াই রাণীনগর থানা পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, রাজ্জাক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।