নওগাঁর রাণীনগরে আগ্রহ নেই ভোটারদের, ৬ ঘন্টায় পড়েছে ২৭ শতাংশ ভোট

  • Update Time : ০৪:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 41

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

আজ বুধবার (২৯ মে) ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ২৭.৩৪ শতাংশ ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

উপজেলার ৭০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রাণীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিদ্বতা করছেন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীনগর উপজেলা। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কিছু সময় পর পর দুই-চার জন ভোটার কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছেন। কেন্দ্রের বাহিরে জনসমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

এদিকে এ রিপোর্টটি লেখা পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (পিপিএম) বলেন, নির্বাচনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এ নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু অবাধ নির্বাচন।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে আগ্রহ নেই ভোটারদের, ৬ ঘন্টায় পড়েছে ২৭ শতাংশ ভোট

Update Time : ০৪:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

আজ বুধবার (২৯ মে) ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ২৭.৩৪ শতাংশ ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

উপজেলার ৭০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রাণীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিদ্বতা করছেন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীনগর উপজেলা। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫ জন।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কিছু সময় পর পর দুই-চার জন ভোটার কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছেন। কেন্দ্রের বাহিরে জনসমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।

এদিকে এ রিপোর্টটি লেখা পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান (পিপিএম) বলেন, নির্বাচনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এ নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু অবাধ নির্বাচন।