নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শিক্ষকসহ ২ জনের কারাদণ্ড

  • Update Time : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / 42

জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে পৃথক দুটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক শিক্ষকসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে তাদের কারাদণ্ড দেন আদালত।

তারা হলেন- গোসিংগা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন খান। অন্যজন দুর্লভপুরের বাসিন্দা মো. ফজলু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রে বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফজুলকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রে ঢুকে জোর করে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোট প্রয়োগের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষককে তিন দিনের জেল দিয়েছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা বলেন, সব মিলিয়ে নির্বাচনে এখনো বেশ শান্তিপ্রিয়ভাবে ভোটগ্রহণ চলছে। তবে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালত জেল দিয়েছেন।

তিনি বলেন, শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ছয়জন।

Tag :

Please Share This Post in Your Social Media


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শিক্ষকসহ ২ জনের কারাদণ্ড

Update Time : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে পৃথক দুটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক শিক্ষকসহ দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে তাদের কারাদণ্ড দেন আদালত।

তারা হলেন- গোসিংগা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তিনি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন খান। অন্যজন দুর্লভপুরের বাসিন্দা মো. ফজলু।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচারণার অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রে বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফজুলকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রে ঢুকে জোর করে এক প্রার্থীর পক্ষে ভোটারদের ভোট প্রয়োগের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষককে তিন দিনের জেল দিয়েছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা বলেন, সব মিলিয়ে নির্বাচনে এখনো বেশ শান্তিপ্রিয়ভাবে ভোটগ্রহণ চলছে। তবে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালত জেল দিয়েছেন।

তিনি বলেন, শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ছয়জন।