মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা

  • Update Time : ০৯:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 52

হুমায়ুন কবির,
রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র একদিন। বিধি মোতাবেক রোববার (১৯ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার(২১মে) রাণীশংকৈল উপজেলায় ব্যালট পেপারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্ৰহণ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আপত্তিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের টিম মাঠে থাকবে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি টিম নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন। উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে । এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি।

Tag :

Please Share This Post in Your Social Media


মধ্যরাতে শেষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা

Update Time : ০৯:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

হুমায়ুন কবির,
রাণীশংকৈল
(ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র একদিন। বিধি মোতাবেক রোববার (১৯ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার(২১মে) রাণীশংকৈল উপজেলায় ব্যালট পেপারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্ৰহণ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আপত্তিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের টিম মাঠে থাকবে। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৮ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবি টিম নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করবেন। উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে । এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন। মোট ভোট কেন্দ্র ৬৬টি।