চৌহালীতে দোয়াত-কলমের প্রচারের বাঁধা ও মাইক ভাংচুরের অভিযোগ

  • Update Time : ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / 65

মোঃ ইমরুল হাসান চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ।

প্রতীক বরাদ্দের ছয়দিন পরই শুরু হয়েছে হামলা -মামলা।

দোয়াত কলম মার্কার প্রচার কাজে ব্যবহৃত একটি বাই সাইকেল, প্রচার হ্যান্ড মাইক ভাংচুর ও নির্বাচনী প্রচারকারী এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার উমারপুর ইউনিয়নের দত্তকান্দি চরে।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মজিবরকে লাঞ্ছিত করে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকরা।

দোয়াত কলম মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিযোগ করে জানান, তার দোয়াত কলম মার্কার জোয়ার দেখে প্রতিপক্ষ ঘোড়া মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফারুক সরকার দিশেহারা হয়ে তার প্রচার কাজে বাঁধা দিয়ে কর্মী সমর্থকদের মারধর করছে।

তিনি আরো বলেন, উমারপুর দূর্গম চর হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে ঘোড়া প্রতীকের প্রার্থী সন্ত্রাসী ভাড়া করে চরের সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযোগের বিষয়ে ঘোড়া মার্কার প্রার্থী মো.ফারুক সরকারকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌহালী থানার কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন,
রাতেই অভিযোগ নেওয়া হয়েছে।
সত্যতা যাচাইয়ের জন্য একজন দক্ষ এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


চৌহালীতে দোয়াত-কলমের প্রচারের বাঁধা ও মাইক ভাংচুরের অভিযোগ

Update Time : ০১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

মোঃ ইমরুল হাসান চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ।

প্রতীক বরাদ্দের ছয়দিন পরই শুরু হয়েছে হামলা -মামলা।

দোয়াত কলম মার্কার প্রচার কাজে ব্যবহৃত একটি বাই সাইকেল, প্রচার হ্যান্ড মাইক ভাংচুর ও নির্বাচনী প্রচারকারী এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার উমারপুর ইউনিয়নের দত্তকান্দি চরে।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মজিবরকে লাঞ্ছিত করে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকরা।

দোয়াত কলম মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিযোগ করে জানান, তার দোয়াত কলম মার্কার জোয়ার দেখে প্রতিপক্ষ ঘোড়া মার্কার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফারুক সরকার দিশেহারা হয়ে তার প্রচার কাজে বাঁধা দিয়ে কর্মী সমর্থকদের মারধর করছে।

তিনি আরো বলেন, উমারপুর দূর্গম চর হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে ঘোড়া প্রতীকের প্রার্থী সন্ত্রাসী ভাড়া করে চরের সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযোগের বিষয়ে ঘোড়া মার্কার প্রার্থী মো.ফারুক সরকারকে মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চৌহালী থানার কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন,
রাতেই অভিযোগ নেওয়া হয়েছে।
সত্যতা যাচাইয়ের জন্য একজন দক্ষ এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে। সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।