কুমিল্লা সদর দক্ষিণে শিক্ষা প্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু

  • Update Time : ০২:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • / 67

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি পান করতে ভুলে না যায়, সেজন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানমের নেতৃত্বে শিক্ষার্থীদের পানি পান করানো হয়।

রোববার সরেজমিনে দেখা গেছে, প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ বাজানো হচ্ছে বিদ্যালয়গুলোতে এবং এসময় সব শিক্ষার্থীরা পানি পান করছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, প্রচণ্ড তাপদাহে সুস্থ থাকার একমাত্র উপায় নিয়মিত পর্যাপ্ত পানিপান। স্কুলে শিক্ষার্থীরা যাতে পানি পান করতে ভুলে না যায়, সেজন্য এই ‘পানি ঘণ্টা’ চালু করা হয়েছে। যতদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে, ‘পানি ঘণ্টা’ ততদিন চালু থাকবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লা সদর দক্ষিণে শিক্ষা প্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু

Update Time : ০২:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি পান করতে ভুলে না যায়, সেজন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানমের নেতৃত্বে শিক্ষার্থীদের পানি পান করানো হয়।

রোববার সরেজমিনে দেখা গেছে, প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ বাজানো হচ্ছে বিদ্যালয়গুলোতে এবং এসময় সব শিক্ষার্থীরা পানি পান করছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, প্রচণ্ড তাপদাহে সুস্থ থাকার একমাত্র উপায় নিয়মিত পর্যাপ্ত পানিপান। স্কুলে শিক্ষার্থীরা যাতে পানি পান করতে ভুলে না যায়, সেজন্য এই ‘পানি ঘণ্টা’ চালু করা হয়েছে। যতদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে, ‘পানি ঘণ্টা’ ততদিন চালু থাকবে বলেও জানান তিনি।