বাংলাদেশের বাজারে এনজেলো-এইচজেডএস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • Update Time : ০২:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / 62

ফরিদ আহমেদ মুন্নাঃ

রাজধানীর একটি কনভেনশন হলে ৮ আগস্ট রোজ শুক্রবার দিনব্যাপী এক জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাজারে এনজেলো-এইচজেডএস এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন কোম্পানীর গ্লোবাল চেয়ারম্যান ড. লিও জিয়াকি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিশ বছরের ঐতিহ্যবাহী এই বহুজাতিক চীনা কোম্পানিটি ব্যবসা বান্ধব বাংলাদেশে ঠিক আমেরিকা, ইউরোপ, আফ্রিকার বাজারের মতই বিস্তার লাভ করবে। বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুপ্রতিম সম্পর্ক দিন দিন আরো সুমধুর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ম্যাডাম স্টার জুর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক আ ফ ম মশিউর রহমান ও কোম্পানির এইচ আর ম্যানেজার ইসফাত খান ইতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ওভারসিজ মার্কেটের প্রেসিডেন্ট মি. কিন, এডুকেশন ডাইরেক্টর মি. ঝাং, ক্যালকুলেশন ডাইরেক্টর মি. লিউ, জিএম মি. স্টোন ও মি. ঝাও। উক্ত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ মার্কেটের কো-ফাউন্ডার জনাব আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, খন্দকার মোহাম্মদ গোলাম নবী মোহন, মিজানুর রহমান ও তারেকুল ইসলাম খান যারা প্রত্যেকে গত বছরের সেলের ভিত্তিতে কার এচিভার এওয়ার্ড ও লাভ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির এডভাইজার ও কার এচিভার হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। অনুষ্ঠানে ১১ জন ব্যক্তিকে কার এওয়ার্ড, ১১ জন ব্যক্তিকে চায়না ট্রিপ এওয়ার্ড ও শতাধিক ব্যক্তিকে র‌্যাংক ব্যাজ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির পাঁচ শতাধিক পরিবেশক উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশের বাজারে এনজেলো-এইচজেডএস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Update Time : ০২:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

ফরিদ আহমেদ মুন্নাঃ

রাজধানীর একটি কনভেনশন হলে ৮ আগস্ট রোজ শুক্রবার দিনব্যাপী এক জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাজারে এনজেলো-এইচজেডএস এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন কোম্পানীর গ্লোবাল চেয়ারম্যান ড. লিও জিয়াকি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিশ বছরের ঐতিহ্যবাহী এই বহুজাতিক চীনা কোম্পানিটি ব্যবসা বান্ধব বাংলাদেশে ঠিক আমেরিকা, ইউরোপ, আফ্রিকার বাজারের মতই বিস্তার লাভ করবে। বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুপ্রতিম সম্পর্ক দিন দিন আরো সুমধুর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ম্যাডাম স্টার জুর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক আ ফ ম মশিউর রহমান ও কোম্পানির এইচ আর ম্যানেজার ইসফাত খান ইতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ওভারসিজ মার্কেটের প্রেসিডেন্ট মি. কিন, এডুকেশন ডাইরেক্টর মি. ঝাং, ক্যালকুলেশন ডাইরেক্টর মি. লিউ, জিএম মি. স্টোন ও মি. ঝাও। উক্ত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ মার্কেটের কো-ফাউন্ডার জনাব আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, খন্দকার মোহাম্মদ গোলাম নবী মোহন, মিজানুর রহমান ও তারেকুল ইসলাম খান যারা প্রত্যেকে গত বছরের সেলের ভিত্তিতে কার এচিভার এওয়ার্ড ও লাভ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির এডভাইজার ও কার এচিভার হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। অনুষ্ঠানে ১১ জন ব্যক্তিকে কার এওয়ার্ড, ১১ জন ব্যক্তিকে চায়না ট্রিপ এওয়ার্ড ও শতাধিক ব্যক্তিকে র‌্যাংক ব্যাজ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির পাঁচ শতাধিক পরিবেশক উপস্থিত ছিলেন।