ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  • Update Time : ১১:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / 52

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের বাড়তি চাপে শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগগঞ্জের সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা থেকে মেঘনা ঘাট টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ।

এক যাত্রী বলেন, বরযাত্রী নিয়ে শিমরাইল থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিমরাইল থেকে চৈত্রী পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে পারলেও তীব্র যানজটের কারণে এখান থেকে আর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। কখন এই অংশ পার হতে পারবো জানি না।

আরেক যাত্রী বলেন, ছুটির দিন হওয়ায় অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাচ্ছি। রাস্তায় এত বেশি সময় লাগছে যে পৌঁছাতে বিকেল বা রাতও হয়ে যেতে পারে। অথচ আমাকে আগামীকাল ভোরের মধ্যেই নারায়ণগঞ্জে থাকতে হবে, অফিস আছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, আজ ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনা ঘাটে টোল আদায়েও বিলম্ব হচ্ছে। তবে আমরা যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

Tag :

Please Share This Post in Your Social Media


ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Update Time : ১১:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের বাড়তি চাপে শুক্রবার (৮ মার্চ) সকাল থেকেই নারায়ণগগঞ্জের সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা থেকে মেঘনা ঘাট টোল প্লাজা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা যানজটের কারণে গাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ।

এক যাত্রী বলেন, বরযাত্রী নিয়ে শিমরাইল থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিমরাইল থেকে চৈত্রী পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে পারলেও তীব্র যানজটের কারণে এখান থেকে আর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। কখন এই অংশ পার হতে পারবো জানি না।

আরেক যাত্রী বলেন, ছুটির দিন হওয়ায় অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাচ্ছি। রাস্তায় এত বেশি সময় লাগছে যে পৌঁছাতে বিকেল বা রাতও হয়ে যেতে পারে। অথচ আমাকে আগামীকাল ভোরের মধ্যেই নারায়ণগঞ্জে থাকতে হবে, অফিস আছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, আজ ছুটির দিনে অনেকেই বিভিন্ন কাজে এই মহাসড়ক বেশি ব্যবহার করছেন। এতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মেঘনা ঘাটে টোল আদায়েও বিলম্ব হচ্ছে। তবে আমরা যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।