সাড়ে ৪ ঘণ্টায় বাংলা চ্যানেল পাড়ি দিলেন মাসুম

  • Update Time : ০৯:৩৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / 271

 

৪ ঘণ্টা ৩৮ মিনিট সময় নিয়ে বাংলা চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের মাহমুদুল হাসান মাসুম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করে দুপুর ২.০৮ মিনিটে সেন্টমার্টিন এসে পৌঁছেন। বাংলা চ্যানেল সাঁতারের ১৮ তম আয়োজনে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।

মাসুম ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন অনুশীলন করছেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাঁতারের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ম্যারাথন ইভেন্টেও অংশগ্রহণ করে থাকেন তিনি।

‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়। যার মধ্যে ৪০ জন সাতারু সফলভাবে ফিনিশ করেন, ২ জন ফিনিস করতে পারেননি এবং একজন অনুপস্থিত ছিলেন।

মাসুম বলেন, ‘মাদক ও স্মার্টফোন আসক্তি থেকে যুবসমাজকে দূরে থাখতে স্পোর্টসের বিকল্প নেই। প্রত্যেক মানুষের বেসিক সাতার শেখা উচিত। প্রতি বছর এমন আয়োজন হলে দেশের গন্ডি পেরিয়ে সারা পৃথিবীতে একটা আকর্ষণের কেন্দ্রীভূত হবে বাংলা চ্যানেল।’

এবারের সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা। টাইটেল স্পন্সর ছিল ভিসা থিং। আয়োজনের শিরোনাম ছিলো “১৮ তম বাংলা চ্যানেল সাঁতার-২০২৩”

Please Share This Post in Your Social Media


সাড়ে ৪ ঘণ্টায় বাংলা চ্যানেল পাড়ি দিলেন মাসুম

Update Time : ০৯:৩৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

 

৪ ঘণ্টা ৩৮ মিনিট সময় নিয়ে বাংলা চ্যানেল পাড়ি দিলেন চাঁদপুরের মাহমুদুল হাসান মাসুম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করে দুপুর ২.০৮ মিনিটে সেন্টমার্টিন এসে পৌঁছেন। বাংলা চ্যানেল সাঁতারের ১৮ তম আয়োজনে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।

মাসুম ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন অনুশীলন করছেন। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাঁতারের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ম্যারাথন ইভেন্টেও অংশগ্রহণ করে থাকেন তিনি।

‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশ নেয়। যার মধ্যে ৪০ জন সাতারু সফলভাবে ফিনিশ করেন, ২ জন ফিনিস করতে পারেননি এবং একজন অনুপস্থিত ছিলেন।

মাসুম বলেন, ‘মাদক ও স্মার্টফোন আসক্তি থেকে যুবসমাজকে দূরে থাখতে স্পোর্টসের বিকল্প নেই। প্রত্যেক মানুষের বেসিক সাতার শেখা উচিত। প্রতি বছর এমন আয়োজন হলে দেশের গন্ডি পেরিয়ে সারা পৃথিবীতে একটা আকর্ষণের কেন্দ্রীভূত হবে বাংলা চ্যানেল।’

এবারের সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা। টাইটেল স্পন্সর ছিল ভিসা থিং। আয়োজনের শিরোনাম ছিলো “১৮ তম বাংলা চ্যানেল সাঁতার-২০২৩”