ব‌রিশা‌লে মেয়র খোকন ও সা‌দিক সমর্থক‌দের ম‌ধ্যে সংঘর্ষ, আহত

  • Update Time : ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / 145

জেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর সমা‌ধিস্থল থে‌কে ফেরার প‌থে ব‌রিশা‌লে তুচ্ছ ঘটনার জে‌রে ব‌রিশ‌াল সি‌টির নবনির্বা‌চিত মেয়র খোকন সের‌নিয়াবাত ও সা‌দিক আব্দুল্লাহর অনুসারী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা ‍আশঙ্কাজনক বলে জা‌নি‌য়ে‌ছে চিকিৎসকরা। ‍

শনিবার বিকাল ৫টার দিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরীর কাশিপুর এলাকায় লাঠি, হাতুড়ি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে খোকন সের‌নিয়াবাত ও সা‌দিক আব্দুল্লাহর অনুসারী‌দের ম‌ধ্যে সংঘর্ষ চলে। দফায় দফায় চলা ‍এই ‍সংঘর্ষে রনক্ষেত্রে পরিনত হয় ‍এলাকাটি।

সংঘর্ষের ঘটনায় আহত‌দের ম‌ধ্যে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদউদ্দিন, মাহাদি হাসান, মাসুদ, হাসান, তুহিন, রাহাত, জান এর নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের সাথে বঙ্গবন্ধুর সমা‌ধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বরিশালে ফেরার পথে পানি বন্টন ও বাসের সিটে বসাকে কেন্দ্র করে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ওয়া‌র্ডের নব‌নির্বা‌চিত কাউ‌ন্সিলর ইমরান মোল্লার অনুসারীদের সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম দেওয়ানের অনুসারীদের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে নগরীর কাশিপুর এলাকায় হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের নব‌নির্বা‌চিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ইমরান মোল্লা জানান, টুঙ্গীপাড়ায় খাবার দেয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তর্ক হয়। তারা কাশিপুর পেট্টোল পাম্পে এসে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। কে কোন পক্ষের তিনি জানেন না।

কেন্দ্রীয় যুবলী‌গের সদস‌্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, তার অনুসারীদের ওপর হামলা হয়েছে। কারা করেছে বিস্তারিত জানেন না।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন জানান, বহিরাগত কিছু লোক ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার কঠিন বিচার করা হবে।

হাসপাতালে ভর্তি আহত ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের জরুরি বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার মফিজুল ইসলাম।

‍এদিকে ‍এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানি‌য়ে‌ছেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নের এয়ারপোর্ট থানা পুলিশের প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

প্রসঙ্গত, ইমরান মোল্লা ব‌রিশ‌াল সি‌টি কর‌পো‌রেশ‌নের বর্তম‌ান মেয়র সা‌দিক আব্দুল্লাহর অনুসারী এবং অসীম দেওয়ার নব‌নির্বা‌চিত মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌তের অনুসারী। দুই প‌ক্ষের ম‌ধ্যে মারামারির ঘটনা‌টি‌কে ঘি‌রে ব‌রিশা‌লে থমথ‌মে প‌রি‌স্থি‌তি বিরাজ করছে। গত ২ মাসে নগরীতে নিজের মধ্যে ‍আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‍এ নিয়ে মোট ২ টি মারামারির ঘটনা ঘটেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ব‌রিশা‌লে মেয়র খোকন ও সা‌দিক সমর্থক‌দের ম‌ধ্যে সংঘর্ষ, আহত

Update Time : ০১:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

জেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর সমা‌ধিস্থল থে‌কে ফেরার প‌থে ব‌রিশা‌লে তুচ্ছ ঘটনার জে‌রে ব‌রিশ‌াল সি‌টির নবনির্বা‌চিত মেয়র খোকন সের‌নিয়াবাত ও সা‌দিক আব্দুল্লাহর অনুসারী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা ‍আশঙ্কাজনক বলে জা‌নি‌য়ে‌ছে চিকিৎসকরা। ‍

শনিবার বিকাল ৫টার দিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরীর কাশিপুর এলাকায় লাঠি, হাতুড়ি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে খোকন সের‌নিয়াবাত ও সা‌দিক আব্দুল্লাহর অনুসারী‌দের ম‌ধ্যে সংঘর্ষ চলে। দফায় দফায় চলা ‍এই ‍সংঘর্ষে রনক্ষেত্রে পরিনত হয় ‍এলাকাটি।

সংঘর্ষের ঘটনায় আহত‌দের ম‌ধ্যে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ফাইজুল ইসলাম, আশিক, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, সাজ্জাদ হোসেন, ফরহাদউদ্দিন, মাহাদি হাসান, মাসুদ, হাসান, তুহিন, রাহাত, জান এর নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের সাথে বঙ্গবন্ধুর সমা‌ধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বরিশালে ফেরার পথে পানি বন্টন ও বাসের সিটে বসাকে কেন্দ্র করে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ওয়া‌র্ডের নব‌নির্বা‌চিত কাউ‌ন্সিলর ইমরান মোল্লার অনুসারীদের সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম দেওয়ানের অনুসারীদের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে নগরীর কাশিপুর এলাকায় হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের নব‌নির্বা‌চিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ইমরান মোল্লা জানান, টুঙ্গীপাড়ায় খাবার দেয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তর্ক হয়। তারা কাশিপুর পেট্টোল পাম্পে এসে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। কে কোন পক্ষের তিনি জানেন না।

কেন্দ্রীয় যুবলী‌গের সদস‌্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, তার অনুসারীদের ওপর হামলা হয়েছে। কারা করেছে বিস্তারিত জানেন না।

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন জানান, বহিরাগত কিছু লোক ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার কঠিন বিচার করা হবে।

হাসপাতালে ভর্তি আহত ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের জরুরি বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার মফিজুল ইসলাম।

‍এদিকে ‍এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানি‌য়ে‌ছেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নের এয়ারপোর্ট থানা পুলিশের প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

প্রসঙ্গত, ইমরান মোল্লা ব‌রিশ‌াল সি‌টি কর‌পো‌রেশ‌নের বর্তম‌ান মেয়র সা‌দিক আব্দুল্লাহর অনুসারী এবং অসীম দেওয়ার নব‌নির্বা‌চিত মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌তের অনুসারী। দুই প‌ক্ষের ম‌ধ্যে মারামারির ঘটনা‌টি‌কে ঘি‌রে ব‌রিশা‌লে থমথ‌মে প‌রি‌স্থি‌তি বিরাজ করছে। গত ২ মাসে নগরীতে নিজের মধ্যে ‍আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‍এ নিয়ে মোট ২ টি মারামারির ঘটনা ঘটেছে।