চাঁদপুরে বন্দুক ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত আটক

  • Update Time : ০৬:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / 160

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে বন্দুক, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত আটক করেছে কোষ্টগার্ড।
শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটককৃতরা হলেনঃ মোঃ আরিফ হোসেন, (২৩) সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন(১৯)। সকলেই চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দুইনলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। উক্ত এলাকাটি চাঁদপুর হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত বলে তথ্য পাওয়া যায়।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে বন্দুক ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত আটক

Update Time : ০৬:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে বন্দুক, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ ডাকাত আটক করেছে কোষ্টগার্ড।
শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আটককৃতরা হলেনঃ মোঃ আরিফ হোসেন, (২৩) সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন(১৯)। সকলেই চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন এখলাছপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়িতে তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দুইনলা বন্দুক, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩ টি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামাদিসহ ৩ জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। উক্ত এলাকাটি চাঁদপুর হতে দূরবর্তী, বিচ্ছিন্ন এবং জনশূন্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে মোহনপুর হতে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত বলে তথ্য পাওয়া যায়।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।