আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই: তথ্য মন্ত্রী হাছান মাহমুদ

  • Update Time : ০৭:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / 156

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। সুষ্ঠু নির্বাচন যারা প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

“বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে।জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না। জামায়াতকে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি।”

রোববার (১১ জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বর্ধিত সভার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, এ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া।

জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেট মমতাজুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আ’লীগের নেতা কর্মীবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media


আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই: তথ্য মন্ত্রী হাছান মাহমুদ

Update Time : ০৭:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “আওয়ামী লীগকে হারানোর শক্তি এদেশে কারও নেই। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। সুষ্ঠু নির্বাচন যারা প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

“বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে।জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না। জামায়াতকে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি।”

রোববার (১১ জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বর্ধিত সভার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, এ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া।

জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেট মমতাজুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আ’লীগের নেতা কর্মীবৃন্দ।