আজকের বাংলাদেশ ১৫ বছরের আগের বাংলাদেশ নয়: শিক্ষামন্ত্রী

  • Update Time : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • / 285

শাওন পাটওয়ারী:
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার প্রদান করা হয়েছে। ৩ জুন শনিবার সকালে একাডেমীর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন,। এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা শৈশব থেকেই করতে হবে। প্রযুক্তিতে আমাদের দক্ষ হতেই হবে। কিশোর গ্যাংয়ের একটা প্রকোপ দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন ভাবেই কিশোর গ্যাংয়ে জড়িত হবে না।কারন জীবনে একবার পা পিছালে আর এগোনো যাবেনা।মনে রাখবে নিজেদের স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবে। তোমাদের হাত ধরেই এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।

তিনি বলেন, দেশ সঠিক নেতৃত্বে চলছে বলেই আজকের বাংলাদেশ ১৫ বছরের আগের বাংলাদেশ নয়।আজকে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। দেশ জ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।

কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্ল্যাহ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন কলেজের প্রভাষক জয়নাল আবেদীন ও সেতারা খাতুন ।অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


আজকের বাংলাদেশ ১৫ বছরের আগের বাংলাদেশ নয়: শিক্ষামন্ত্রী

Update Time : ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

শাওন পাটওয়ারী:
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার প্রদান করা হয়েছে। ৩ জুন শনিবার সকালে একাডেমীর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন,। এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা শৈশব থেকেই করতে হবে। প্রযুক্তিতে আমাদের দক্ষ হতেই হবে। কিশোর গ্যাংয়ের একটা প্রকোপ দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন ভাবেই কিশোর গ্যাংয়ে জড়িত হবে না।কারন জীবনে একবার পা পিছালে আর এগোনো যাবেনা।মনে রাখবে নিজেদের স্মার্ট যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলবে। তোমাদের হাত ধরেই এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।

তিনি বলেন, দেশ সঠিক নেতৃত্বে চলছে বলেই আজকের বাংলাদেশ ১৫ বছরের আগের বাংলাদেশ নয়।আজকে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। দেশ জ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ।

কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরন দাস, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম আহসান উল্ল্যাহ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন কলেজের প্রভাষক জয়নাল আবেদীন ও সেতারা খাতুন ।অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।