রাণীনগরে সাবেক কাজীর বিরুদ্ধে রেজিস্ট্রার ও রেকর্ডপত্র বুঝিয়ে না দেওয়ার অভিযোগ

  • Update Time : ১১:২২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 159

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাবেক নিকাহ্ রেজিস্ট্রার কাজী মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে নিকাহ্ রেজিস্ট্রার সর্ম্পকৃত যাবতীয় রেজিস্ট্রার, রেকর্ডপত্র ও দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা রেজিস্ট্রার এ নির্দেশনা দিলেও এখনো কিছুই বুঝিয়ে দেননি সাবেক কাজী মোজাফ্ফর। এ রেজিস্ট্রার, রেকর্ডপত্র ও দায়িত্বভার বুঝিয়ে পেতে কাশিমপুর ইউনিয়নের কাজী বেলাল হোসাইন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) মোজাফ্ফর হোসেনের লাইসেন্স ২০১১ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বিচার শাখা-৭ থেকে বাতিল করে ওই ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার হিসাবে বেলাল হোসাইনেকে নিয়োগ দেওয়া হয়। এরপর ওই সালেই কাশিমপুর ইউনিয়েনের নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্তে হাইকোর্ট বিভাগে দুইটি রিট পিটিশন মামলা দায়ের করেন মোজাফ্ফর হোসেন। সেই দু’টি রিট পিটিশন মামলা ২০২১ সালের জুন মাসে খারিজ এবং চূড়ান্ত নিষ্পত্তি হয়। এতে কাশিমপুর ইউনিয়নের বৈধ নিকাহ্ রেজিস্ট্রার হিসাবে বেলাল হোসাইনকে বহাল রাখা হয়। এরায়ের প্রেক্ষিতে জেলা রেজিস্ট্রারের কাছে নির্দেশনা ও চিঠি দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বিচার শাখা-৭। ওই চিঠির আলোকে কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার বেলাল হোসেইনকে বহাল রেখে- সাবেক কাজী মোজাফ্ফর হোসেনকে নিকাহ্ রেজিস্ট্রারের সর্ম্পকৃত যাবতীয় রেজিস্ট্রার, রেকর্ডপত্র এবং দায়িত্বভার বুঝিয়ে দিতে চলতি বছরের অক্টোবর মাসে লিখিত নির্দেশ দেন জেলা রেজিস্ট্রার।

উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) বেলাল হোসাইন জানান, জেলা রেজিস্ট্রার নির্দেশনা দেওয়ার প্রায় একমাস হয়ে গেলেও সাবেক কাজী মোজাফ্ফর নিকাহ্ রেজিস্ট্রারের সর্ম্পকৃত রেজিস্ট্রার ও রেকর্ডপত্র এবং দায়িত্বভার আমাকে বুঝিয়ে দেয়নি। বিধায় আমি রেজিস্ট্রার, রেকর্ডপত্র এবং দায়িত্বভার বুঝে পেতে মোজাফ্ফরের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এদিকে কাশিমপুর ইউনিয়নের সাবেক (নিকাহ্ রেজিস্ট্রার) কাজী মোজাফ্ফর হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় এবং একার্ধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী র্কমকর্তা শাহাদাত হুসেইন বলেন, কাজী বেলালের দায়ের করা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ জেলা রেজিস্ট্রার মো: আব্দুস সালাম বলেন, কাশিমপুর ইউনিয়নের সাবেক কাজী মোজাফ্ফর হোসেনকে নিকাহ্ রেজিস্টারের যাবতীয় রেজিস্ট্রার ও দায়িত্বভার ওই ইউনিয়নের কাজী বেলালকে বুঝিয়ে দিতে লিখিতভাবে বলা হয়েছে। শুনেছি তিনি এখনো কিছুই বুঝে দেননি। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাণীনগরে সাবেক কাজীর বিরুদ্ধে রেজিস্ট্রার ও রেকর্ডপত্র বুঝিয়ে না দেওয়ার অভিযোগ

Update Time : ১১:২২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সাবেক নিকাহ্ রেজিস্ট্রার কাজী মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে নিকাহ্ রেজিস্ট্রার সর্ম্পকৃত যাবতীয় রেজিস্ট্রার, রেকর্ডপত্র ও দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা রেজিস্ট্রার এ নির্দেশনা দিলেও এখনো কিছুই বুঝিয়ে দেননি সাবেক কাজী মোজাফ্ফর। এ রেজিস্ট্রার, রেকর্ডপত্র ও দায়িত্বভার বুঝিয়ে পেতে কাশিমপুর ইউনিয়নের কাজী বেলাল হোসাইন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) মোজাফ্ফর হোসেনের লাইসেন্স ২০১১ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বিচার শাখা-৭ থেকে বাতিল করে ওই ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার হিসাবে বেলাল হোসাইনেকে নিয়োগ দেওয়া হয়। এরপর ওই সালেই কাশিমপুর ইউনিয়েনের নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্তে হাইকোর্ট বিভাগে দুইটি রিট পিটিশন মামলা দায়ের করেন মোজাফ্ফর হোসেন। সেই দু’টি রিট পিটিশন মামলা ২০২১ সালের জুন মাসে খারিজ এবং চূড়ান্ত নিষ্পত্তি হয়। এতে কাশিমপুর ইউনিয়নের বৈধ নিকাহ্ রেজিস্ট্রার হিসাবে বেলাল হোসাইনকে বহাল রাখা হয়। এরায়ের প্রেক্ষিতে জেলা রেজিস্ট্রারের কাছে নির্দেশনা ও চিঠি দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, বিচার শাখা-৭। ওই চিঠির আলোকে কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার বেলাল হোসেইনকে বহাল রেখে- সাবেক কাজী মোজাফ্ফর হোসেনকে নিকাহ্ রেজিস্ট্রারের সর্ম্পকৃত যাবতীয় রেজিস্ট্রার, রেকর্ডপত্র এবং দায়িত্বভার বুঝিয়ে দিতে চলতি বছরের অক্টোবর মাসে লিখিত নির্দেশ দেন জেলা রেজিস্ট্রার।

উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) বেলাল হোসাইন জানান, জেলা রেজিস্ট্রার নির্দেশনা দেওয়ার প্রায় একমাস হয়ে গেলেও সাবেক কাজী মোজাফ্ফর নিকাহ্ রেজিস্ট্রারের সর্ম্পকৃত রেজিস্ট্রার ও রেকর্ডপত্র এবং দায়িত্বভার আমাকে বুঝিয়ে দেয়নি। বিধায় আমি রেজিস্ট্রার, রেকর্ডপত্র এবং দায়িত্বভার বুঝে পেতে মোজাফ্ফরের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এদিকে কাশিমপুর ইউনিয়নের সাবেক (নিকাহ্ রেজিস্ট্রার) কাজী মোজাফ্ফর হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় এবং একার্ধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী র্কমকর্তা শাহাদাত হুসেইন বলেন, কাজী বেলালের দায়ের করা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ জেলা রেজিস্ট্রার মো: আব্দুস সালাম বলেন, কাশিমপুর ইউনিয়নের সাবেক কাজী মোজাফ্ফর হোসেনকে নিকাহ্ রেজিস্টারের যাবতীয় রেজিস্ট্রার ও দায়িত্বভার ওই ইউনিয়নের কাজী বেলালকে বুঝিয়ে দিতে লিখিতভাবে বলা হয়েছে। শুনেছি তিনি এখনো কিছুই বুঝে দেননি। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।