রাত পোহালেই কুমিল্লা সদর দক্ষিণ আ’লীগের সম্মেলন,পদ নিয়ে জল্পনা-কল্পনা

  • Update Time : ০৫:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / 224

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

রাত পোহালেই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।আর এ সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও পদপ্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়নি।নেতৃত্বের সমর্থনে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ তেমনটা না দেখা গেলেও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পদ-পদবীর সমর্থনে স্ট্যাটাস দিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন পদপ্রার্থী নেতার সমর্থকেরাও ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার সভাপতি ও হাজী আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তবে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেতৃত্ব দেয়া নতুন মুখ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়,বিশেষ করে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরো কেউ প্রত্যাশী থাকলেও,বর্তমান কমিটির সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম আবারও এই ২টি পদে আসার সম্ভাবনা রয়েছে।

তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন কাংখিত দুই গুরুত্বপূর্ণ পদ,এ নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও এই বিষয়ে ঘোষণা আসবে সম্মেলন থেকে।সম্মেলন শনিবার(২৯ শে অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হবে।এদিকে সম্মেলন সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ারের নেতৃত্বে সম্মেলন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি দিবারাত্রি কাজ করে যাচ্ছেন।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা পরিষদের মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে।সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার নেতাকর্মীদের মাঝে বিশাল আমেজ সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী এবং সম্মেলন উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের মন্ত্রী আ হ ম মূস্তফা কামাল এফ সি এ (লোটাস কামাল) এমপি।এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ,বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ ইলিয়াস মিয়া।সভাপতিত্ব করবেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সারওয়ার।

এ সম্মেলনে অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটর সহ তৃণমূল আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নিবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম সারওয়ার বলেন,আগামীকাল সম্মেলন বাস্তবায়নের জন্য সকল প্রক্রিয়া প্রায় শেষের পথে।আমাদের সম্মেলন বানচাল করতে কেহ দুঃসাহস দেখালে আমরা তা প্রতিহত করবো।

Tag :

Please Share This Post in Your Social Media


রাত পোহালেই কুমিল্লা সদর দক্ষিণ আ’লীগের সম্মেলন,পদ নিয়ে জল্পনা-কল্পনা

Update Time : ০৫:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

রাত পোহালেই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।আর এ সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও পদপ্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়নি।নেতৃত্বের সমর্থনে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ তেমনটা না দেখা গেলেও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পদ-পদবীর সমর্থনে স্ট্যাটাস দিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন পদপ্রার্থী নেতার সমর্থকেরাও ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির ছোট ভাই সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার সভাপতি ও হাজী আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তবে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেতৃত্ব দেয়া নতুন মুখ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়,বিশেষ করে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরো কেউ প্রত্যাশী থাকলেও,বর্তমান কমিটির সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম আবারও এই ২টি পদে আসার সম্ভাবনা রয়েছে।

তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন কাংখিত দুই গুরুত্বপূর্ণ পদ,এ নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও এই বিষয়ে ঘোষণা আসবে সম্মেলন থেকে।সম্মেলন শনিবার(২৯ শে অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হবে।এদিকে সম্মেলন সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ারের নেতৃত্বে সম্মেলন বাস্তবায়ন কমিটি ও উপকমিটি দিবারাত্রি কাজ করে যাচ্ছেন।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা পরিষদের মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে।সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার নেতাকর্মীদের মাঝে বিশাল আমেজ সৃষ্টি হয়েছে।

জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী এবং সম্মেলন উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের মন্ত্রী আ হ ম মূস্তফা কামাল এফ সি এ (লোটাস কামাল) এমপি।এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ,বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ ইলিয়াস মিয়া।সভাপতিত্ব করবেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সারওয়ার।

এ সম্মেলনে অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটর সহ তৃণমূল আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নিবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম সারওয়ার বলেন,আগামীকাল সম্মেলন বাস্তবায়নের জন্য সকল প্রক্রিয়া প্রায় শেষের পথে।আমাদের সম্মেলন বানচাল করতে কেহ দুঃসাহস দেখালে আমরা তা প্রতিহত করবো।