ড্রেজার ডুবি: নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার

  • Update Time : ০২:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 172

জেলা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গপোসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ শ্রমিকের সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে প্রথামে শাহিন মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। পরে তারেক ও জাহিদের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

এর আগে মঙ্গলবার ও বুধবার নিখোঁজ ৫ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে তারা।

শাহিন মোল্লা (৩০), বশর হাওলাদার জাহিদ (৩৫), তারেক মোল্লা (২০)আলম (২৫), জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২) ও আল আমিন (২০) নামে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ড্রেজার ডুবির ঘটনার নিখোঁজ ৮ শ্রমিকের সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে তাদের উদ্ধার করে।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন।

তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি আটজন নিখোঁজ হন।

Tag :

Please Share This Post in Your Social Media


ড্রেজার ডুবি: নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার

Update Time : ০২:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

জেলা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গপোসাগরের সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ শ্রমিকের সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে প্রথামে শাহিন মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। পরে তারেক ও জাহিদের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

এর আগে মঙ্গলবার ও বুধবার নিখোঁজ ৫ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে তারা।

শাহিন মোল্লা (৩০), বশর হাওলাদার জাহিদ (৩৫), তারেক মোল্লা (২০)আলম (২৫), জাহিদ (২৯), ইমাম (২৫), মাহমুদ (২২) ও আল আমিন (২০) নামে ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ড্রেজার ডুবির ঘটনার নিখোঁজ ৮ শ্রমিকের সবারই মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে তাদের উদ্ধার করে।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। ওই সময় সাগরের কিনারে থাকা একটি বালুর ড্রেজার ডুবে যায়। এসময় ড্রেজারের ভেতরে নয়জন শ্রমিক ছিলেন।

তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠলেও বাকি আটজন নিখোঁজ হন।