ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • Update Time : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 209

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বদরুল উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি গ্রামের সফিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। ওই রাতে সে আর বাড়িতে ফেরেনি।
সকালে স্থানীয়রা চাপোর চৌরাস্তার পাশে ওয়াজেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হুমায়ুন নামে একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং আমাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এদিন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Update Time : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বদরুল উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি গ্রামের সফিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। ওই রাতে সে আর বাড়িতে ফেরেনি।
সকালে স্থানীয়রা চাপোর চৌরাস্তার পাশে ওয়াজেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাকে খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হুমায়ুন নামে একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং আমাদের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এদিন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে।