কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

  • Update Time : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / 208

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কুমিল্লা জেলা পরিষদের ভোট গ্রহণ চলছে।এবার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে গোপন ব্যালটে।কুমিল্লা জেলার যে ১৫ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেসব উপজেলায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছেন।

আজ (১৭ অক্টোবর) সোমবার জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহনে আইনশৃঙ্খলা বাহিনির কয়েকটি টিম সতর্কতার সাথে নির্বাচন সুষ্ঠু পরিবেশ রাখতে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের তথ্যমতে, প্রতিটি কেন্দ্রে ৭ জন সশস্ত্র পুলিশ, ২ জন নিরস্ত্র এবং ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকাবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন প্রতিকেন্দ্রে। প্রতি কেন্দ্রের বাইরে পুলিশের একটি মোবাইল স্ট্রাইকিং টীম ছাড়াও পুরো নির্বাচনে র‌্যাবের ৬টি টীম ও রিজার্ভ টীম হিসেবে বিজিবি থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে।ভোট কেন্দ্রের ৪শ গজের মধ্যে বহিরাগত কেউ থাকতে পারবে না। কোন ভোটার কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপারগনের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে।

উল্লেখ্য, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি উপজেলায় মোট ৬৬ জন সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৬ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

Update Time : ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কুমিল্লা জেলা পরিষদের ভোট গ্রহণ চলছে।এবার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে গোপন ব্যালটে।কুমিল্লা জেলার যে ১৫ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেসব উপজেলায় নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছেন।

আজ (১৭ অক্টোবর) সোমবার জেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহনে আইনশৃঙ্খলা বাহিনির কয়েকটি টিম সতর্কতার সাথে নির্বাচন সুষ্ঠু পরিবেশ রাখতে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের তথ্যমতে, প্রতিটি কেন্দ্রে ৭ জন সশস্ত্র পুলিশ, ২ জন নিরস্ত্র এবং ৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকাবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন প্রতিকেন্দ্রে। প্রতি কেন্দ্রের বাইরে পুলিশের একটি মোবাইল স্ট্রাইকিং টীম ছাড়াও পুরো নির্বাচনে র‌্যাবের ৬টি টীম ও রিজার্ভ টীম হিসেবে বিজিবি থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে।ভোট কেন্দ্রের ৪শ গজের মধ্যে বহিরাগত কেউ থাকতে পারবে না। কোন ভোটার কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপারগনের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে।

উল্লেখ্য, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি উপজেলায় মোট ৬৬ জন সদস্য ও সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৬ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী সদস্যরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে (দাউদকান্দি) উত্তর জেলা যুবলীগের সদস্য নাসিম ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডে (আদর্শ সদর) কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে (লাকসাম) লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান মজুমদার, ১৬ নম্বর ওয়ার্ডে (সদর দক্ষিণ) সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে (লাকসাম, মনোহরগঞ্জ ও লালমাই) মনোহরগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তানজিনা আক্তার।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।