যমুনায় মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

  • Update Time : ১২:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / 256

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

মা ইলিশের প্রজনন রক্ষায় সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীর বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ অক্টোবর) রাতে চৌহালী নৌ থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফসানা ইয়াসমিন ।

১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মোঃ শামিম, মোঃ জাহিদুল ইসলাম , মোঃ সোহেল, পিতাঃ মোঃ দেলোয়ার,
মোঃ শরিফ, মোঃ সুখচান,
মোঃ হাসমত আলী, মোঃ নাসির।

রাতে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মা ইলিশ নিধনরোধে চৌহালী যমুনা নদীর বিভিন্ন এলাকায় চৌহালী মৎস্য অফিস, নৌপুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয় প্রায় ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং বিভিন্ন আকৃতির ৩কেজি ইলিশ মাছ। অভিযানে ৭ জন জেলেকে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩ কেজি ইলিশ গরীবদের মাঝে বিতরণ করা হয়।

 

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ৭ জেলের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৭ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোনায়েম হোসেন, নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক আহাম্মেদ, নৌ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ সামচুল আলম, মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, রিপন প্রধান, নৌ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


যমুনায় মা ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

Update Time : ১২:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

মা ইলিশের প্রজনন রক্ষায় সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীর বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ অক্টোবর) রাতে চৌহালী নৌ থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফসানা ইয়াসমিন ।

১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মোঃ শামিম, মোঃ জাহিদুল ইসলাম , মোঃ সোহেল, পিতাঃ মোঃ দেলোয়ার,
মোঃ শরিফ, মোঃ সুখচান,
মোঃ হাসমত আলী, মোঃ নাসির।

রাতে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মা ইলিশ নিধনরোধে চৌহালী যমুনা নদীর বিভিন্ন এলাকায় চৌহালী মৎস্য অফিস, নৌপুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয় প্রায় ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং বিভিন্ন আকৃতির ৩কেজি ইলিশ মাছ। অভিযানে ৭ জন জেলেকে ইলিশ আহরণরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩ কেজি ইলিশ গরীবদের মাঝে বিতরণ করা হয়।

 

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ৭ জেলের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৭ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোনায়েম হোসেন, নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক আহাম্মেদ, নৌ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ সামচুল আলম, মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, রিপন প্রধান, নৌ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।