নীলফামারীর ডিমলায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

  • Update Time : ০৮:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 177

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর ডিমলায় আনোয়ারুল হক চৌধুরী নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। গতকাল রাতে নিজ কক্ষে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে কোন একসময় উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট কাউশার মোড় এলাকায় নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
তিনি গত ১২/১৪ বছর পূর্ব থেকে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের পাশে বসবাস করে আসছিল।
রোববার সকাল ১১টায় আনোয়ারুল হকের বাসা সংলগ্ন ভাড়াটিয়া দোকানদার পল্লব দোকান খুলে পেছনের দরজা ভাঙা দেখতে পেয়ে আশেপাশের লোকজনসহ পরিবার ও থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আনোয়ারুল হক চৌধুরী বাবুরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।

আনোয়ারুলের স্ত্রী সুখী আক্তার জানান, তিনি স্বামীর গ্রামের বাড়িতে ছিলেন। গতকাল রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়। আজ সকাল থেকে বারবার আনোয়ারুলকে ফোন দিলেও সাড়া পাচ্ছিলেন না।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতিও চলছে ।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর ডিমলায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

Update Time : ০৮:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর ডিমলায় আনোয়ারুল হক চৌধুরী নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ। গতকাল রাতে নিজ কক্ষে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে কোন একসময় উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট কাউশার মোড় এলাকায় নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
তিনি গত ১২/১৪ বছর পূর্ব থেকে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের পাশে বসবাস করে আসছিল।
রোববার সকাল ১১টায় আনোয়ারুল হকের বাসা সংলগ্ন ভাড়াটিয়া দোকানদার পল্লব দোকান খুলে পেছনের দরজা ভাঙা দেখতে পেয়ে আশেপাশের লোকজনসহ পরিবার ও থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আনোয়ারুল হক চৌধুরী বাবুরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।

আনোয়ারুলের স্ত্রী সুখী আক্তার জানান, তিনি স্বামীর গ্রামের বাড়িতে ছিলেন। গতকাল রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়। আজ সকাল থেকে বারবার আনোয়ারুলকে ফোন দিলেও সাড়া পাচ্ছিলেন না।

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতিও চলছে ।