আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • Update Time : ০১:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / 252

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রমও খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেবের বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ সিদ্ধান্ত ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগেই চিঠির মাধ্যমে জানায়।

আগামী সোমবার সকাল থেকে ভারতে মাছ আমদানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media


আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Update Time : ০১:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রমও খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেবের বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ সিদ্ধান্ত ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগেই চিঠির মাধ্যমে জানায়।

আগামী সোমবার সকাল থেকে ভারতে মাছ আমদানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।