নীলফামারীর ডিমলায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ

  • Update Time : ০৭:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 177

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

তিস্তা নদী বিধৌত নীলফামারীর ডিমলা উপজেলা। এ উপজেলা প্রতি বছরেই প্রায় বন্যা কবলিত হয়ে পড়ে। তখন মানুষজন ও গবাদিপশু পাখির আশ্রয়স্থল না থাকায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয়। এই উপলব্ধি থেকে নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনের জাতীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে তিস্তা নদী অববাহিকায় অর্থাৎ খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন তলা বিশিষ্ট “বন্যা আশ্রয় কেন্দ্রকাম শ্রেণি কক্ষ” নির্মাণ কাজ শুরু করা হয়। ৩ কোটি ১১ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দের এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার এন্ড কোং।
বুধবার দুপুরে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে নির্মাণ ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উক্ত বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা একাডেমি ভবনেরও উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহর রহমান, ত্রাণ শাখার উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক আকুল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর ডিমলায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ

Update Time : ০৭:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

তিস্তা নদী বিধৌত নীলফামারীর ডিমলা উপজেলা। এ উপজেলা প্রতি বছরেই প্রায় বন্যা কবলিত হয়ে পড়ে। তখন মানুষজন ও গবাদিপশু পাখির আশ্রয়স্থল না থাকায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয়। এই উপলব্ধি থেকে নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনের জাতীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে তিস্তা নদী অববাহিকায় অর্থাৎ খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন তলা বিশিষ্ট “বন্যা আশ্রয় কেন্দ্রকাম শ্রেণি কক্ষ” নির্মাণ কাজ শুরু করা হয়। ৩ কোটি ১১ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দের এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার এন্ড কোং।
বুধবার দুপুরে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপস্থিত থেকে নির্মাণ ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উক্ত বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা একাডেমি ভবনেরও উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহর রহমান, ত্রাণ শাখার উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারন সম্পাদক আকুল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।