কুমিল্লায় একই জায়গায় সমাবেশ ডাকা নিয়ে ১৪৪ ধারা জারি

  • Update Time : ১০:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / 200

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বুধবার দুপুরে একই স্থানে সদর দক্ষিণ বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বলেন, একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা বিএনপি সমাবেশ ডাকলে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ বিএনপির সমাবেশ প্রতিহত করার জন্য পাল্টা সমাবেশ ডাকেন।

একই সময়ে একই স্থানে উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকলে সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন ওই ঝামেলা এড়াতে বুধবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুয়াগাজী বাজার হতে আশাপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে।

সদর দক্ষিণ উপজেলার ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন কে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।সদর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, পূর্ব জোড়কানন ও পশ্চিম জোড়কানন ছাত্রলীগের ছেলেরা শুয়াগাজী বাজারে সমাবেশ ডেকেছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন,আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখে সমাবেশ স্থলে প্রোগ্রাম না করে নোয়াপাড়া স্কুল মাঠে পালন করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত বিল্লাল বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় একই জায়গায় সমাবেশ ডাকা নিয়ে ১৪৪ ধারা জারি

Update Time : ১০:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বুধবার দুপুরে একই স্থানে সদর দক্ষিণ বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বলেন, একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা বিএনপি সমাবেশ ডাকলে সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ বিএনপির সমাবেশ প্রতিহত করার জন্য পাল্টা সমাবেশ ডাকেন।

একই সময়ে একই স্থানে উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকলে সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন ওই ঝামেলা এড়াতে বুধবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুয়াগাজী বাজার হতে আশাপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে।

সদর দক্ষিণ উপজেলার ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন কে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।সদর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী বলেন, পূর্ব জোড়কানন ও পশ্চিম জোড়কানন ছাত্রলীগের ছেলেরা শুয়াগাজী বাজারে সমাবেশ ডেকেছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন,আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখে সমাবেশ স্থলে প্রোগ্রাম না করে নোয়াপাড়া স্কুল মাঠে পালন করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত বিল্লাল বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।