তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধির লক্ষে রাবিতে আইসিটি প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন

  • Update Time : ০৬:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 222

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষে আইসিটি প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এর উদ্বোধন করেন। এদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনের পর উপাচার্যসহ অন্যরা প্রশিক্ষণ কক্ষটি ঘুরে দেখেন। এসময় উপাচার্য বলেন, এই প্রশিক্ষণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের সাধারণ কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণ কক্ষে সাধারণ কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা আছে।

পরে উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট অন্যরা একই ভবনে স্থাপিত বাংলাদেশের প্রথম AR/VR/MR ল্যাব পরিদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, অনুষদ অধিকর্তাবৃন্দ, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক প্রমুখসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধির লক্ষে রাবিতে আইসিটি প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন

Update Time : ০৬:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

রনি আহমেদ, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষে আইসিটি প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এর উদ্বোধন করেন। এদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনের পর উপাচার্যসহ অন্যরা প্রশিক্ষণ কক্ষটি ঘুরে দেখেন। এসময় উপাচার্য বলেন, এই প্রশিক্ষণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের সাধারণ কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণ কক্ষে সাধারণ কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা আছে।

পরে উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট অন্যরা একই ভবনে স্থাপিত বাংলাদেশের প্রথম AR/VR/MR ল্যাব পরিদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, অনুষদ অধিকর্তাবৃন্দ, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক প্রমুখসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।