দিনাজপুর বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাস চালকসহ দুইজন নিহত

  • Update Time : ০৪:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 205

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় দিনাজপুরগামী যাত্রিবাহী বাসের সাথে ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুত্ব আহত হয়েছে ২ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। মঙ্গলবার ২৩ আগস্ট ভোর ৫ টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রক্ষচারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা-দিনাজপুর গামী এসআর ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব-১৪-৩৪৯৫)বাস চালক মো. হাকিম (৩৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। অপর নিহত ব্যক্তি বাসযাত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া (ডাঙাপাড়া) গ্রামের নাসির উদ্দিনের ছেলে গামেন্টস কর্মি মো. আশিক আলী (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-দিনাজপুর গামী এসআর ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৪৯৫) নামের যাত্রীবাহী বাসটি দিনাজপুর যাওয়ার পথে
ফুলবাড়ীর ব্রক্ষচারী নামক স্থানে অপরদিক থেকে আসা ভুট্টা বোঝাই (ঢাকা মেট্রো-ট-২৪-৩৮৮৭) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস চালক মো. হাকিম (৩৫) ও বাসযাত্রী মো. আশিক আলীর (২৩) ঘটনাস্থলেই মারা যায়। খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই দুইটি মরদেহ উদ্ধারসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় কর্তব্যরত চিকিৎসক বাসচালক এবং ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এতে গুরুত্বর আহত ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের গহীর মন্ডলের ছেলে গফুর (৪৬) নামের বাসযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতালে প্রেরণ করা হয়। অপর আহত যাত্রী পার্বতীপুর উপজেলার আমবাড়ী (শিবরামপুর) গ্রামের সাজেদুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলফার পালতক রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


দিনাজপুর বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাস চালকসহ দুইজন নিহত

Update Time : ০৪:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় দিনাজপুরগামী যাত্রিবাহী বাসের সাথে ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুত্ব আহত হয়েছে ২ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। মঙ্গলবার ২৩ আগস্ট ভোর ৫ টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রক্ষচারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা-দিনাজপুর গামী এসআর ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব-১৪-৩৪৯৫)বাস চালক মো. হাকিম (৩৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। অপর নিহত ব্যক্তি বাসযাত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া (ডাঙাপাড়া) গ্রামের নাসির উদ্দিনের ছেলে গামেন্টস কর্মি মো. আশিক আলী (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-দিনাজপুর গামী এসআর ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৪৯৫) নামের যাত্রীবাহী বাসটি দিনাজপুর যাওয়ার পথে
ফুলবাড়ীর ব্রক্ষচারী নামক স্থানে অপরদিক থেকে আসা ভুট্টা বোঝাই (ঢাকা মেট্রো-ট-২৪-৩৮৮৭) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস চালক মো. হাকিম (৩৫) ও বাসযাত্রী মো. আশিক আলীর (২৩) ঘটনাস্থলেই মারা যায়। খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ওই দুইটি মরদেহ উদ্ধারসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় কর্তব্যরত চিকিৎসক বাসচালক এবং ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এতে গুরুত্বর আহত ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের গহীর মন্ডলের ছেলে গফুর (৪৬) নামের বাসযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতালে প্রেরণ করা হয়। অপর আহত যাত্রী পার্বতীপুর উপজেলার আমবাড়ী (শিবরামপুর) গ্রামের সাজেদুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলফার পালতক রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলছে।