নীলফামারীর জলঢাকায় ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ

  • Update Time : ০৯:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / 205

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর জলঢাকা উপজেলায় ভিক্ষা বৃত্তি নিবৃত করার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা সমাজ কল্যাণ কমিটির আওতায় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ব্যাক্তিদের মাঝে ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, অফিসার ইনচার্জ ফিরোজ কবির প্রমুখ। সমাজসেবা কর্মকর্তা জানান, সমাজ কল্যাণ কমিটির আওতায় উপজেলায় মোট ৬০ জন ভিক্ষুকের মাঝে ৬০ টি ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হবে। তন্মধ্যে প্রথম পর্যায়ে ১২ জনের মাঝে ১২ টি ছাগল বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের দুঃখ নিরসনে কাজ করছে। তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের কারনে চলমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে সাশ্রয়ী হতে হবে । এর আগে তিনি শতাধিক প্রতিবন্ধীর মাঝে সুবর্ন নাগরিক পরিচয় পত্রও বিতরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর জলঢাকায় ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ

Update Time : ০৯:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর জলঢাকা উপজেলায় ভিক্ষা বৃত্তি নিবৃত করার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা সমাজ কল্যাণ কমিটির আওতায় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ব্যাক্তিদের মাঝে ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, অফিসার ইনচার্জ ফিরোজ কবির প্রমুখ। সমাজসেবা কর্মকর্তা জানান, সমাজ কল্যাণ কমিটির আওতায় উপজেলায় মোট ৬০ জন ভিক্ষুকের মাঝে ৬০ টি ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হবে। তন্মধ্যে প্রথম পর্যায়ে ১২ জনের মাঝে ১২ টি ছাগল বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের দুঃখ নিরসনে কাজ করছে। তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের কারনে চলমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকে সাশ্রয়ী হতে হবে । এর আগে তিনি শতাধিক প্রতিবন্ধীর মাঝে সুবর্ন নাগরিক পরিচয় পত্রও বিতরণ করেন।