২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চৌহালীতে আ’লীগের মানববন্ধন

  • Update Time : ০৩:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 205

ইমরুল হাসান, চৌহালী:

আজ থেকে ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ২১ আগস্ট, রক্তাক্ত বিভীষিকাময় অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়।

ঘাতকদের গ্রেনেড হামলা শহীদ হয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীর আহতের প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে উপজেলা আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনে অস্থায়ী আ’লীগ কার্যালয়ের নেতাকর্মীদের অংশগ্রহণে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহত ব্যক্তিদের স্মরণে ও বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্বরোচিত ২১শে আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ঘাতকদের সহ এর মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান বক্তারা। বক্তরা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র।

এ সময় বক্তব্য রাখেন , উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার,সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান , সহ সভাপতি নুর মোহাম্মদ সন্জু, নজরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মোল্যা বাবুল আক্তার,আ’লীগের সাংগঠনিক সম্পাদক চুন্নু তালুকদার, মাসুম সিকদার ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম বক্তব্য রাখেন ৷ পরে আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চৌহালীতে আ’লীগের মানববন্ধন

Update Time : ০৩:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

ইমরুল হাসান, চৌহালী:

আজ থেকে ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে ২১ আগস্ট, রক্তাক্ত বিভীষিকাময় অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়।

ঘাতকদের গ্রেনেড হামলা শহীদ হয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীর আহতের প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজনে উপজেলা আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনে অস্থায়ী আ’লীগ কার্যালয়ের নেতাকর্মীদের অংশগ্রহণে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহত ব্যক্তিদের স্মরণে ও বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বর্বরোচিত ২১শে আগষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ঘাতকদের সহ এর মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান বক্তারা। বক্তরা বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র।

এ সময় বক্তব্য রাখেন , উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার,সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান , সহ সভাপতি নুর মোহাম্মদ সন্জু, নজরুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মোল্যা বাবুল আক্তার,আ’লীগের সাংগঠনিক সম্পাদক চুন্নু তালুকদার, মাসুম সিকদার ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম বক্তব্য রাখেন ৷ পরে আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।