দিনাজপুরের ফুলবাড়ী‌তে পৌর যুবদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিলে পুলিশের বাঁধা

  • Update Time : ১০:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / 198

দিনাজপুর সংবাদদাতাঃ

দিনাজপু‌রের ফুলবাড়ী উপজেলায় ‌লোড‌শে‌ডিং, দ্রব্য মূ‌ল্যের ঊর্ধ্বগ‌তি ও ভোলায় দুই নেতা হত্যার প্র‌তিবা‌দে পুলিশি বাঁধার মুখে বি‌ক্ষোভ ও সংক্ষিপ্ত সমা‌বেশ করেন পৌর যুবদল। কে‌ন্দ্রিয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে এই বি‌ক্ষোভ ও সমাবেশ সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে অনু‌ষ্ঠিত হয়।
বৃহস্প‌তিবার (৪আগস্ট) সকাল ১১টায় পৌর শহ‌রের কালীবাড়ী বাজার থেকে বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়ে নিমতলা মো‌ড় পৌঁছ‌লে ‌সেখা‌নে পু‌লি‌শ বাঁধা প্রদান করেন।
এসময় পু‌লিশ ও বি‌ক্ষোভকারী‌দের ম‌ধ্যে ধস্তাধ‌স্তিও হয়। প‌রে তারা পুলিশি বাঁধা অতিক্রম করে পৌর শহরের পার্বতীপু‌র বাসস্ট্য‌ান্ডে পৌর বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে পৌর যুবদ‌লের আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম জু‌য়ে‌লের সভাপ‌তি‌ত্বে ও সদস্য স‌চিব মা‌নিক মন্ড‌লের সঞ্চালনায় এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
আরও বক্তব্য দেন, পৌর বিএন‌পির সাংগাঠ‌নিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, যুগ্ম সম্পাদক মুর্তুজা হক অ‌ষ্টিন, উপ‌জেলা প্রচার দ‌লের সভাপ‌তি সাজ্জাদ হো‌সেন সাজু, পৌর যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল,উপ‌জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব আল আ‌মিন পাপ্পু, পৌর ছাত্রদ‌লের আহ্বায়ক মোনা‌স প্রমুখ।
আমরা শান্তিপুর্ণভাবে মিছিল করছিলাম এর পরেও পুলিশ আমাদের বাঁধা প্রদান করেন মর্মে পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


দিনাজপুরের ফুলবাড়ী‌তে পৌর যুবদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিলে পুলিশের বাঁধা

Update Time : ১০:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

দিনাজপুর সংবাদদাতাঃ

দিনাজপু‌রের ফুলবাড়ী উপজেলায় ‌লোড‌শে‌ডিং, দ্রব্য মূ‌ল্যের ঊর্ধ্বগ‌তি ও ভোলায় দুই নেতা হত্যার প্র‌তিবা‌দে পুলিশি বাঁধার মুখে বি‌ক্ষোভ ও সংক্ষিপ্ত সমা‌বেশ করেন পৌর যুবদল। কে‌ন্দ্রিয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে এই বি‌ক্ষোভ ও সমাবেশ সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে অনু‌ষ্ঠিত হয়।
বৃহস্প‌তিবার (৪আগস্ট) সকাল ১১টায় পৌর শহ‌রের কালীবাড়ী বাজার থেকে বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়ে নিমতলা মো‌ড় পৌঁছ‌লে ‌সেখা‌নে পু‌লি‌শ বাঁধা প্রদান করেন।
এসময় পু‌লিশ ও বি‌ক্ষোভকারী‌দের ম‌ধ্যে ধস্তাধ‌স্তিও হয়। প‌রে তারা পুলিশি বাঁধা অতিক্রম করে পৌর শহরের পার্বতীপু‌র বাসস্ট্য‌ান্ডে পৌর বিএন‌পির অস্থায়ী কার্যাল‌য়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে পৌর যুবদ‌লের আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম জু‌য়ে‌লের সভাপ‌তি‌ত্বে ও সদস্য স‌চিব মা‌নিক মন্ড‌লের সঞ্চালনায় এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
আরও বক্তব্য দেন, পৌর বিএন‌পির সাংগাঠ‌নিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, যুগ্ম সম্পাদক মুর্তুজা হক অ‌ষ্টিন, উপ‌জেলা প্রচার দ‌লের সভাপ‌তি সাজ্জাদ হো‌সেন সাজু, পৌর যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক মো. বেলাল,উপ‌জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব আল আ‌মিন পাপ্পু, পৌর ছাত্রদ‌লের আহ্বায়ক মোনা‌স প্রমুখ।
আমরা শান্তিপুর্ণভাবে মিছিল করছিলাম এর পরেও পুলিশ আমাদের বাঁধা প্রদান করেন মর্মে পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম জানান।