টাঙ্গাইলের চার ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ চলছে

  • Update Time : ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / 173

জেলা প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের চারটি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোট চলবে। এখন পর্যন্ত জেলার কোন স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

সদর উপজেলার কাকুয়া, কাতুলী, ছিলিমপুর ও মাহমুদনগর ইউনিয়নের মোট ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু রাখতে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, দুই প্লাটুন বিজিবি, র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ভোট কেন্দ্র ৩৯টি।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


টাঙ্গাইলের চার ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ চলছে

Update Time : ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

জেলা প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের চারটি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোট চলবে। এখন পর্যন্ত জেলার কোন স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

সদর উপজেলার কাকুয়া, কাতুলী, ছিলিমপুর ও মাহমুদনগর ইউনিয়নের মোট ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু রাখতে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, দুই প্লাটুন বিজিবি, র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ভোট কেন্দ্র ৩৯টি।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি রয়েছে।