মামার আঘাতে ভাগ্নে খুন, র‌্যাবের জালে আটক চার আসামি

  • Update Time : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / 180

ময়িয়ার রহমান , নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধে আপন মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় পঞ্চগড়ের তেতুলিয়া থেকে
চার আসামীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব -১৩।

সোমবার সাড়ে ১১টায় রংপুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব -১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মাইদুল ইসলাম।

তিনি জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে শের আলীর সঙ্গে তার ভগ্নিপতি মনোয়ার হোসেন ও ভাগনে খালেদ মাসুমের বিরোধ চলছিল। গত ২০ জুলাই সকালে ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে সালিশের মাধ্যমে সমস্যার সমাধান করেন। সালিশ শেষে উভয় পক্ষ বাড়ি ফেরার পথে দুপুরের দিকে ওই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় পৌছালে দুই পক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াহেদ চৌধুরীর নির্দেশে ফকির উদ্দিন ও অন্যান্য আসামী খালেদ মাসুমকে ঘেরাও করে কিল-ঘুষি মারতে থাকে। এরই এক পর্যায়ে শের আলী লাঠি দিয়ে খালেদ মাসুমের মাথার নিচে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাসুম জ্ঞান হারায়। এমতাবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ওই দিনই খালেদ মাসুমের বাবা মনোয়ার হোসেন বাদী হয়ে ডিমলা থানায় ৬ জনের নামে একটি হত্যা মামলা করেন। যাহার মামলা নং -২৭, তারিখ ২০/৭/২০২২ ইং।
পরবর্তীতে র‌্যাব-১৩ ছায়া তদন্তে নেমে আসামীদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
গ্রেফকারকৃতরা হলেন- শের আলী ওরফে হানিফ, ফকির উদ্দিন, সুরিতা বেগম ও মালেকা বেগম।

তিনি বলেন, গ্রেফতার হওয়া প্রধান আসামী শের আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিমলায় থানায় হস্তান্তর করা হবে। এদিকে ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, একটি হত্যা মামলার ৪ আসামীকে র‌্যাব-১৩ গ্রেপ্তার করে থানায় দিয়েছে। আজ মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


মামার আঘাতে ভাগ্নে খুন, র‌্যাবের জালে আটক চার আসামি

Update Time : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২

ময়িয়ার রহমান , নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধে আপন মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় পঞ্চগড়ের তেতুলিয়া থেকে
চার আসামীকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব -১৩।

সোমবার সাড়ে ১১টায় রংপুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব -১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ মাইদুল ইসলাম।

তিনি জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে শের আলীর সঙ্গে তার ভগ্নিপতি মনোয়ার হোসেন ও ভাগনে খালেদ মাসুমের বিরোধ চলছিল। গত ২০ জুলাই সকালে ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে সালিশের মাধ্যমে সমস্যার সমাধান করেন। সালিশ শেষে উভয় পক্ষ বাড়ি ফেরার পথে দুপুরের দিকে ওই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় পৌছালে দুই পক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াহেদ চৌধুরীর নির্দেশে ফকির উদ্দিন ও অন্যান্য আসামী খালেদ মাসুমকে ঘেরাও করে কিল-ঘুষি মারতে থাকে। এরই এক পর্যায়ে শের আলী লাঠি দিয়ে খালেদ মাসুমের মাথার নিচে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাসুম জ্ঞান হারায়। এমতাবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ওই দিনই খালেদ মাসুমের বাবা মনোয়ার হোসেন বাদী হয়ে ডিমলা থানায় ৬ জনের নামে একটি হত্যা মামলা করেন। যাহার মামলা নং -২৭, তারিখ ২০/৭/২০২২ ইং।
পরবর্তীতে র‌্যাব-১৩ ছায়া তদন্তে নেমে আসামীদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
গ্রেফকারকৃতরা হলেন- শের আলী ওরফে হানিফ, ফকির উদ্দিন, সুরিতা বেগম ও মালেকা বেগম।

তিনি বলেন, গ্রেফতার হওয়া প্রধান আসামী শের আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিমলায় থানায় হস্তান্তর করা হবে। এদিকে ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, একটি হত্যা মামলার ৪ আসামীকে র‌্যাব-১৩ গ্রেপ্তার করে থানায় দিয়েছে। আজ মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।