চুরির টাকায় চোর কিনল রড সিমেন্ট, বাকি টাকা উদ্ধার করে আটক করল পুলিশ

  • Update Time : ০২:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / 324

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা ইপিজেড পি ওয়াই গার্মেন্টস থেকে ১১ লক্ষ টাকা চুরি হওয়ার অভিযোগে চুরির টাকাসহ চোরকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সোমবার কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান সহ একটি টিম সোমবার রাতে কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুরের ইউনুস মিয়ার ছেলে জয়নালকে তার জেঠার বাসা থেকে চোরাইকৃত ৭,৮২,২৩০(সাত লক্ষ বিরাশি হাজার দুইশত ত্রিশ টাকা) উদ্ধার করে তাকে আটক করা হয়।চুরী হয়ে যাওয়া বাকি টাকা গুলো দিয়ে সে তার নিজের নতুন নির্মাণাধীন বাস ভবনের জন্য রট-সিমেন্ট ক্রয় করে।বাকি টাকা সে তার জেঠার বাসার আলমারিতে একটি ব্যাগে রাখে।

শ্রমিক সূত্রে জানা যায়, ঈদের অতিরিক্ত (ওভারটাইম) এর টাকা অফিসে আটকে রেখে মূল বেতন শ্রমিকদের দিয়ে ছুটি দেয়।জয়নাল যেহেতু অফিসার হিসেবে কর্মরত সেই সূত্রে সে টাকাগুলো চুরি করে সে পালিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন,কুমিল্লা ইপিজেড পি ওয়াই গার্মেন্টসের ১১ লক্ষ টাকার একটি চুরীর মামলায় আমাদের একটি টিম ঐ অফিসের কর্মকর্তা জয়নালকে তার নিজ বাড়ি ২য় মুরাদপুর থেকে তাকে আটক করে।চুরী হয়ে যাওয়া টাকার সাত লক্ষ বিরাশি হাজার দুইশত ত্রিশ টাকা উদ্ধার করা হয়।আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


চুরির টাকায় চোর কিনল রড সিমেন্ট, বাকি টাকা উদ্ধার করে আটক করল পুলিশ

Update Time : ০২:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা ইপিজেড পি ওয়াই গার্মেন্টস থেকে ১১ লক্ষ টাকা চুরি হওয়ার অভিযোগে চুরির টাকাসহ চোরকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সোমবার কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান সহ একটি টিম সোমবার রাতে কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুরের ইউনুস মিয়ার ছেলে জয়নালকে তার জেঠার বাসা থেকে চোরাইকৃত ৭,৮২,২৩০(সাত লক্ষ বিরাশি হাজার দুইশত ত্রিশ টাকা) উদ্ধার করে তাকে আটক করা হয়।চুরী হয়ে যাওয়া বাকি টাকা গুলো দিয়ে সে তার নিজের নতুন নির্মাণাধীন বাস ভবনের জন্য রট-সিমেন্ট ক্রয় করে।বাকি টাকা সে তার জেঠার বাসার আলমারিতে একটি ব্যাগে রাখে।

শ্রমিক সূত্রে জানা যায়, ঈদের অতিরিক্ত (ওভারটাইম) এর টাকা অফিসে আটকে রেখে মূল বেতন শ্রমিকদের দিয়ে ছুটি দেয়।জয়নাল যেহেতু অফিসার হিসেবে কর্মরত সেই সূত্রে সে টাকাগুলো চুরি করে সে পালিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন,কুমিল্লা ইপিজেড পি ওয়াই গার্মেন্টসের ১১ লক্ষ টাকার একটি চুরীর মামলায় আমাদের একটি টিম ঐ অফিসের কর্মকর্তা জয়নালকে তার নিজ বাড়ি ২য় মুরাদপুর থেকে তাকে আটক করে।চুরী হয়ে যাওয়া টাকার সাত লক্ষ বিরাশি হাজার দুইশত ত্রিশ টাকা উদ্ধার করা হয়।আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।