দাউদকান্দিতে বাসচাপায় একই গ্রামের সাংবাদিকসহ ৩ জন নিহত

  • Update Time : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • / 193

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ একই গ্ৰামের তিন জন নিহত হয়েছে। শনিবার (৯জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বেকিনগর অংশে সকাল ১০টার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন, উপজেলার ইলিয়টগঞ্জ (দঃ) ইউনিয়ন পরিষদের বেকিনগর গ্ৰামের প্রধান বাড়ির মোঃ আব্দুল হক সাহেবের ছেলে সাংবাদিক মোঃ রাসেল প্রধান (২৫), একই গ্ৰামের মোঃ শাহজালাল মিয়ার দুই ছেলে মোঃ শরীফ (২৮), মোঃ তাফসীর ( ১৮)। রাসেল প্রধান কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

স্থানীয় ও আত্নীয় স্বজনদের সূত্রে জানা গেছে, নিহতরা সম্পর্কে একে উপরের চাচাতো ও জেঠাতো ভাই। নিহত শরীফের ১বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। সাংবাদিক রাসেল প্রধান এর স্ত্রী ৩-৪ দিন পূর্বে ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন। হাসপাতাল থেকে স্ত্রী সহ ওই কন্যা সন্তানকে রিলিজ নেওয়ার উদ্দেশ্যে রাসেল প্রধান এর জেঠাত দুই ভাই সহ বাড়ি থেকে বের হয়ে মটর সাইকেল যোগে উল্টো পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেকিনগর এলাকায় পৌঁছালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-বারাকা নামক দ্রুতগতি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল তিন আরোহী ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, ঢাকাগামী আল-বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির বেকিনগর এলাকায় একটি মটর সাইকেল অতিক্রম করার মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।

Tag :

Please Share This Post in Your Social Media


দাউদকান্দিতে বাসচাপায় একই গ্রামের সাংবাদিকসহ ৩ জন নিহত

Update Time : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকসহ একই গ্ৰামের তিন জন নিহত হয়েছে। শনিবার (৯জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বেকিনগর অংশে সকাল ১০টার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন, উপজেলার ইলিয়টগঞ্জ (দঃ) ইউনিয়ন পরিষদের বেকিনগর গ্ৰামের প্রধান বাড়ির মোঃ আব্দুল হক সাহেবের ছেলে সাংবাদিক মোঃ রাসেল প্রধান (২৫), একই গ্ৰামের মোঃ শাহজালাল মিয়ার দুই ছেলে মোঃ শরীফ (২৮), মোঃ তাফসীর ( ১৮)। রাসেল প্রধান কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

স্থানীয় ও আত্নীয় স্বজনদের সূত্রে জানা গেছে, নিহতরা সম্পর্কে একে উপরের চাচাতো ও জেঠাতো ভাই। নিহত শরীফের ১বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। সাংবাদিক রাসেল প্রধান এর স্ত্রী ৩-৪ দিন পূর্বে ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন। হাসপাতাল থেকে স্ত্রী সহ ওই কন্যা সন্তানকে রিলিজ নেওয়ার উদ্দেশ্যে রাসেল প্রধান এর জেঠাত দুই ভাই সহ বাড়ি থেকে বের হয়ে মটর সাইকেল যোগে উল্টো পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেকিনগর এলাকায় পৌঁছালে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-বারাকা নামক দ্রুতগতি একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল তিন আরোহী ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, ঢাকাগামী আল-বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির বেকিনগর এলাকায় একটি মটর সাইকেল অতিক্রম করার মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।