নওগাঁর রাণীনগরে তিন পকেটমার গ্রেফতার

  • Update Time : ০৪:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / 191

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া গ্রামের নান্নু মুন্সির ছেলে মিলন (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও রেজাউলের ছেলে রেহেল ব্যাপারী (৩০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর পশুর হাট চলছিল। এ সময় পকেটমার চক্রের কয়েকজন সদস্য কুরবানির পশুর ক্রেতা ৩ জনের পটেক থেকে ১ লাখ ৭০ হাজার টাকা মেরে নেয়। এমতাবস্থায় স্থানীয়রা তিনজন পকেটমার মিলন, আব্দুর রাজ্জাক ও রেহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদি হয়ে পকেটমার চক্রের তিন সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আর অজ্ঞাতনামা আসামিদের সনাক্ত করতে এবং ভুক্তভোগীদের টাকাগুলো উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে তিন পকেটমার গ্রেফতার

Update Time : ০৪:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া গ্রামের নান্নু মুন্সির ছেলে মিলন (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও রেজাউলের ছেলে রেহেল ব্যাপারী (৩০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর পশুর হাট চলছিল। এ সময় পকেটমার চক্রের কয়েকজন সদস্য কুরবানির পশুর ক্রেতা ৩ জনের পটেক থেকে ১ লাখ ৭০ হাজার টাকা মেরে নেয়। এমতাবস্থায় স্থানীয়রা তিনজন পকেটমার মিলন, আব্দুর রাজ্জাক ও রেহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদি হয়ে পকেটমার চক্রের তিন সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আর অজ্ঞাতনামা আসামিদের সনাক্ত করতে এবং ভুক্তভোগীদের টাকাগুলো উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।