বাঁশখালী বালিকা ফুটবল টিম: উত্থানের নেপথ্য কারিগর ক্রীড়াবিধ এরশাদ

  • Update Time : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • / 220

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা বালিকা(অনুর্ধ-১৭) ফুটবল টীম ২০২২ সালে আন্তঃ উপজেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ টুর্নামেন্টে ধারাবাহিক সফলতার সাথে প্রথমবারের মত ফাইনালে উত্তীর্ন হয়ে শক্তিশালী পটিয়া উপজেলা অনুর্ধ-১৭ বালিকা ফুটবল টীমের কাঁছে পরাজয় বরন করে চট্টগ্রাম দক্ষিনাঞ্চল জোনের রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে প্রশংসায় ভাসছে সর্বত্র।

বাঁশখালী উপজেলার বালিকা ফুটবল টীমের অতীতে কোন টুর্নামেন্টে প্রথম রাউন্ড উন্নতি দুরের কথা কখনো কোন ক্রিড়া নৈপুন্যও প্রদর্শন করতে পারেনি।সেই টিমটি ২০২২ সালে এসে পুরনো খোলস থেকে বেরিয়ে দারুন ক্রিড়া নৈপুন্য দেখিয়ে দর্শকদের অন্তরে ঠাঁই করে নেওয়ার পিছনের মুল কারিগর হচ্ছেন ক্রীড়াবিধ ও গণমাধ্যম কর্মি মোহাঃ এরশাদ। বাঁশখালীর ক্রিড়াঙ্গনের উন্নতিতে যার রয়েছে গুরুত্বপুর্ন ভূমিকা।প্রচারবিমুখ নিবেদিতপ্রান এ ক্রিড়াবিধের যাদুমন্ত্রে উজ্বিবিত হয়ে বাঁশখালীর মেয়েরা ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন দেখছে, যা শুধু বাঁশখালী উপজেলা নয়, সারা বাংলাদেশের জন্য ইতিবাচক সুসংবাদ।

একটু পিছনে ফিরে তাকাতে হবে। বাঁশখালী ক্রিড়াঙ্গনের অঘোষিত যাদুকর মোহাঃ এরশাদ একজন পুরোদস্তুর ক্রিকেটার। খেলোয়াড়ী জিবনে চট্টগ্রাম জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ থেকে খেলোয়াড়ী জিবনের ইতি টানার পর থেকে নিরবে- নিভৃতে লেগেই আছেন মফস্বল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন সহ খেলাধুলার বিভিন্ন অঙ্গনে উন্নতিতে। বাঁশখালীর সন্তান হলেও মোহাঃ এরশাদ ২০১৭ সালে পার্শ্ববর্তি আনোয়ারা উপজেলায় বেসরকারী সাহায্য সংস্থা মমতা’র উদ্যোগে আনোয়ারা উপজেলা ক্রিকেট লীগসহ খেলাধুলার বিভিন্ন ইভেন্টে কাজ করতে গিয়ে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীদের সাথে পরিচয় হয়,পরে মেয়েদের অনুরোধে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজিজুল হকের সহযোগিতা নিয়ে দক্ষিণ চট্টগ্রামে সর্ব প্রথম মহিলা ফুটবল সৃষ্টির কারখানা নিলুফার কাইছার স্মৃতি মহিলা ফুটবল একাডেমী” গঠন করে নিজের ঐকান্তিক প্রচেস্টায় আনোয়ারা বালিকা ফুটবল টীমকে ধাপে ধাপে প্রফেশন্যাল ফুটবল টীমে পরিনত করে ২০১৯ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করার পাশাপাশি উক্ত টিমের অধিকাংশ মেয়েদের দিয়ে চট্টগ্রাম জেলা টিম গঠিত হয়।

এই টীমের দুজন মহিলা ফুটবলার পায় বিকেএসপি’তে ভর্তির সুযোগ,দুইজন মেয়ে খেলে ঢাকা প্রমীলা ফুটবল লীগ, ২০২২ সালে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির ছাত্রীদের সমন্বয়ে গঠিত কোতোয়ালি থানা মহানগর পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধধ(- ১৭) টুর্নামেন্টে অংশগ্রহণ করে,এত কোতোয়ালি থানা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে,সেই লীগে ৫ জন বালিকা ফুটবলার তাদের দারুন ফুটবল শৈলী প্রদর্শন করে ব্রাজিল সফরের সৌভাগ্য অর্জন করে।আনোয়ারা টীমের হয়ে কাজ করলেও ক্রীড়াবিধ এরশাদ বাঁশখালীর সন্তান হিসাবে বরাবরই বাঁশখালীর মেয়েদের সুসংগঠিত করে নিয়মিত প্রেক্টিস ও প্রশিক্ষনের আয়োজন করে তাদের স্কিল ডেভেলপ করার আকাংখা পোষন করত সে। ২০১৮/১৯ সালে বাঁশখালীর ৬ টি মেয়েকে নির্বাচিত করে তাদের পারিবারিক সম্মতি সহ আনোয়ারা উপজেলায় আসা-যাওয়া করে এরশাদেরই গড়া নিলুফার কাইছার ফুটবল একাডেমীতে নিয়ে নিয়মিত প্রশিক্ষনের সুযোগ করে দেয় এরশাদ।

বাঁশখালী থেকে আনোয়ারায় আসা যাওয়ার অসুবিধা হওয়ায় কোন একসময় বাঁশখালী প্রবীন ও প্রথীতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব রত্নপুর-বাহারছড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমানের সহযোগিতায় ঐ স্কুলের মাঠেই মেয়েদের নিয়মিত প্রশিক্ষন ও প্রেক্টিসের অনুমতি লাভ করে। এরপর উক্ত স্কুল থেকে ১৫/১৬ জন সম্ভাবনাময় মেয়ে সংগ্রহ করে চট্টগ্রাম আবাহনীর সাবেক কোচ বন্ধুবর মোহাম্মদ আলীকে প্রতি সপ্তাহে নিজের অর্থায়নে বাঁশখালীতে এনে বাঁশখালী অনুর্ধ-১৭ বালিকা টীমের প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করে। খুব দ্রুত উন্নতি করতে থাকে বাঁশখালী বালিকা ফুটবল টীম।

২০২২ সালে অনুষ্টেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বাঁশখালী উপজেলা ক্রিড়া সংস্থা বাঁশখালী ক্রিকেট একাডেমীর নিয়মিত কোচ ও বাঁশখালী ক্রিড়াঙ্গনের উজ্বল নক্ষত্র সাংবাদিক মোহাঃ এরশাদকে বালিকা ফুটবল টীমের ম্যানেজার হিসাবে দায়িত্ব অর্পন করার পর দারুন উজ্বিবিত ও অনুপ্রানিত হয় বাঁশখালী উপজেলা অনুর্ধ-১৭ বালিকা ফুটবল টীম। ২০১৮ সাল বাঁশখালী বালিকা টীম টুর্নামেন্টে অংশ গ্রহন করলেও ২০২২ সালে সর্বপ্রথম উপজেলা পর্যায়ে প্রথম খেলায় চন্দনাইশ উপজেলাকে ৯-০ গোলে এবং দ্বিতীয় খেলায় লোহাগড়া উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে দারুন ক্রিড়ানৈপুন্য প্রদর্শন করে বাঁশখালীর মেয়েরা দক্ষিণ জোনের ফাইন্যালে উত্তির্ন হয়ে পটিয়া উপজেলার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে ৩-২ গোলে পরাজিত হয়ে রানার্স আপ হলেও প্রশংসায় ভাসতে থাকে বাঁশখালীর মেয়েরা।

১৯৯২ সাল থেকে ক্রীড়া জগতের সাথে জড়িত এরশাদ শুরুতে স্কুল জুনে ফুটবল খেলা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে হাই স্কুলে এসে ক্রিকেটের সাথে জড়িত হয়ে চট্টগ্রামে জেলা ক্রিকেট লীগে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবসহ নাম করা অসংখ্য ক্রিকেট ক্লাবে ক্রিকেট লীগ খেলে বাঁশখালীর পতাকা উড়িয়েছে,পরে ২০১১ সালে বাঁশখালী ক্রিকেট একাডেমি গঠন করে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট টিম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করে সুনামের সাথে খেলে পরপর দু’বছর সেমিফাইনালে উন্নিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বাঁশখালী বালিকা ফুটবল টিম: উত্থানের নেপথ্য কারিগর ক্রীড়াবিধ এরশাদ

Update Time : ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা বালিকা(অনুর্ধ-১৭) ফুটবল টীম ২০২২ সালে আন্তঃ উপজেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ টুর্নামেন্টে ধারাবাহিক সফলতার সাথে প্রথমবারের মত ফাইনালে উত্তীর্ন হয়ে শক্তিশালী পটিয়া উপজেলা অনুর্ধ-১৭ বালিকা ফুটবল টীমের কাঁছে পরাজয় বরন করে চট্টগ্রাম দক্ষিনাঞ্চল জোনের রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে প্রশংসায় ভাসছে সর্বত্র।

বাঁশখালী উপজেলার বালিকা ফুটবল টীমের অতীতে কোন টুর্নামেন্টে প্রথম রাউন্ড উন্নতি দুরের কথা কখনো কোন ক্রিড়া নৈপুন্যও প্রদর্শন করতে পারেনি।সেই টিমটি ২০২২ সালে এসে পুরনো খোলস থেকে বেরিয়ে দারুন ক্রিড়া নৈপুন্য দেখিয়ে দর্শকদের অন্তরে ঠাঁই করে নেওয়ার পিছনের মুল কারিগর হচ্ছেন ক্রীড়াবিধ ও গণমাধ্যম কর্মি মোহাঃ এরশাদ। বাঁশখালীর ক্রিড়াঙ্গনের উন্নতিতে যার রয়েছে গুরুত্বপুর্ন ভূমিকা।প্রচারবিমুখ নিবেদিতপ্রান এ ক্রিড়াবিধের যাদুমন্ত্রে উজ্বিবিত হয়ে বাঁশখালীর মেয়েরা ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন দেখছে, যা শুধু বাঁশখালী উপজেলা নয়, সারা বাংলাদেশের জন্য ইতিবাচক সুসংবাদ।

একটু পিছনে ফিরে তাকাতে হবে। বাঁশখালী ক্রিড়াঙ্গনের অঘোষিত যাদুকর মোহাঃ এরশাদ একজন পুরোদস্তুর ক্রিকেটার। খেলোয়াড়ী জিবনে চট্টগ্রাম জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ থেকে খেলোয়াড়ী জিবনের ইতি টানার পর থেকে নিরবে- নিভৃতে লেগেই আছেন মফস্বল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন সহ খেলাধুলার বিভিন্ন অঙ্গনে উন্নতিতে। বাঁশখালীর সন্তান হলেও মোহাঃ এরশাদ ২০১৭ সালে পার্শ্ববর্তি আনোয়ারা উপজেলায় বেসরকারী সাহায্য সংস্থা মমতা’র উদ্যোগে আনোয়ারা উপজেলা ক্রিকেট লীগসহ খেলাধুলার বিভিন্ন ইভেন্টে কাজ করতে গিয়ে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীদের সাথে পরিচয় হয়,পরে মেয়েদের অনুরোধে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজিজুল হকের সহযোগিতা নিয়ে দক্ষিণ চট্টগ্রামে সর্ব প্রথম মহিলা ফুটবল সৃষ্টির কারখানা নিলুফার কাইছার স্মৃতি মহিলা ফুটবল একাডেমী” গঠন করে নিজের ঐকান্তিক প্রচেস্টায় আনোয়ারা বালিকা ফুটবল টীমকে ধাপে ধাপে প্রফেশন্যাল ফুটবল টীমে পরিনত করে ২০১৯ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করার পাশাপাশি উক্ত টিমের অধিকাংশ মেয়েদের দিয়ে চট্টগ্রাম জেলা টিম গঠিত হয়।

এই টীমের দুজন মহিলা ফুটবলার পায় বিকেএসপি’তে ভর্তির সুযোগ,দুইজন মেয়ে খেলে ঢাকা প্রমীলা ফুটবল লীগ, ২০২২ সালে নিলুফার কায়সার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির ছাত্রীদের সমন্বয়ে গঠিত কোতোয়ালি থানা মহানগর পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ অনুর্ধধ(- ১৭) টুর্নামেন্টে অংশগ্রহণ করে,এত কোতোয়ালি থানা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে,সেই লীগে ৫ জন বালিকা ফুটবলার তাদের দারুন ফুটবল শৈলী প্রদর্শন করে ব্রাজিল সফরের সৌভাগ্য অর্জন করে।আনোয়ারা টীমের হয়ে কাজ করলেও ক্রীড়াবিধ এরশাদ বাঁশখালীর সন্তান হিসাবে বরাবরই বাঁশখালীর মেয়েদের সুসংগঠিত করে নিয়মিত প্রেক্টিস ও প্রশিক্ষনের আয়োজন করে তাদের স্কিল ডেভেলপ করার আকাংখা পোষন করত সে। ২০১৮/১৯ সালে বাঁশখালীর ৬ টি মেয়েকে নির্বাচিত করে তাদের পারিবারিক সম্মতি সহ আনোয়ারা উপজেলায় আসা-যাওয়া করে এরশাদেরই গড়া নিলুফার কাইছার ফুটবল একাডেমীতে নিয়ে নিয়মিত প্রশিক্ষনের সুযোগ করে দেয় এরশাদ।

বাঁশখালী থেকে আনোয়ারায় আসা যাওয়ার অসুবিধা হওয়ায় কোন একসময় বাঁশখালী প্রবীন ও প্রথীতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব রত্নপুর-বাহারছড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমানের সহযোগিতায় ঐ স্কুলের মাঠেই মেয়েদের নিয়মিত প্রশিক্ষন ও প্রেক্টিসের অনুমতি লাভ করে। এরপর উক্ত স্কুল থেকে ১৫/১৬ জন সম্ভাবনাময় মেয়ে সংগ্রহ করে চট্টগ্রাম আবাহনীর সাবেক কোচ বন্ধুবর মোহাম্মদ আলীকে প্রতি সপ্তাহে নিজের অর্থায়নে বাঁশখালীতে এনে বাঁশখালী অনুর্ধ-১৭ বালিকা টীমের প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করে। খুব দ্রুত উন্নতি করতে থাকে বাঁশখালী বালিকা ফুটবল টীম।

২০২২ সালে অনুষ্টেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বাঁশখালী উপজেলা ক্রিড়া সংস্থা বাঁশখালী ক্রিকেট একাডেমীর নিয়মিত কোচ ও বাঁশখালী ক্রিড়াঙ্গনের উজ্বল নক্ষত্র সাংবাদিক মোহাঃ এরশাদকে বালিকা ফুটবল টীমের ম্যানেজার হিসাবে দায়িত্ব অর্পন করার পর দারুন উজ্বিবিত ও অনুপ্রানিত হয় বাঁশখালী উপজেলা অনুর্ধ-১৭ বালিকা ফুটবল টীম। ২০১৮ সাল বাঁশখালী বালিকা টীম টুর্নামেন্টে অংশ গ্রহন করলেও ২০২২ সালে সর্বপ্রথম উপজেলা পর্যায়ে প্রথম খেলায় চন্দনাইশ উপজেলাকে ৯-০ গোলে এবং দ্বিতীয় খেলায় লোহাগড়া উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে দারুন ক্রিড়ানৈপুন্য প্রদর্শন করে বাঁশখালীর মেয়েরা দক্ষিণ জোনের ফাইন্যালে উত্তির্ন হয়ে পটিয়া উপজেলার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে ৩-২ গোলে পরাজিত হয়ে রানার্স আপ হলেও প্রশংসায় ভাসতে থাকে বাঁশখালীর মেয়েরা।

১৯৯২ সাল থেকে ক্রীড়া জগতের সাথে জড়িত এরশাদ শুরুতে স্কুল জুনে ফুটবল খেলা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে হাই স্কুলে এসে ক্রিকেটের সাথে জড়িত হয়ে চট্টগ্রামে জেলা ক্রিকেট লীগে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবসহ নাম করা অসংখ্য ক্রিকেট ক্লাবে ক্রিকেট লীগ খেলে বাঁশখালীর পতাকা উড়িয়েছে,পরে ২০১১ সালে বাঁশখালী ক্রিকেট একাডেমি গঠন করে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট টিম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করে সুনামের সাথে খেলে পরপর দু’বছর সেমিফাইনালে উন্নিত হয়।