পথচারীকে বাঁচাতে গিয়ে রডবাহী ট্রাক খাদে

  • Update Time : ০৭:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • / 164

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরে পথচারীকে প্রাণে বাঁচাতে গিয়ে রডবাহী ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ ৩ জন প্রাণে বেঁচে যায়।

রোববার ৩ জুলাই সকালে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা উপজেলার জব্বর ঢালীর দোকান সংলগ্ন এ ঘটনাটি ঘটে।

চালক ইমরান জানায়, বিএসআরএম কোম্পানীর ১৩ টন রড ট্রাকে করে চট্টগ্রাম থেকে খুলনা ডিপোতে নিয়ে যাওয়া হচ্ছিলো। হরিনা ঘাট যাওয়ার সময় সকালে জব্বর ঢালীর দোকানের সামনে আসলে একজন বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৯৯৫৩) খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয় জসিম, রফিকসহ কয়েকজন জানায়, ট্রাকটি পুকুরে পড়ে যেত। রাস্তার পাশে বৈদ্যতিক খুঁটি ও তালগাছ থাকায় ট্রাকটি পানিতে পড়ে যায় নি। ট্রাকের ধাক্কায় বৈদ্যতিক খুঁটিগুলো পুকুরের পানির উপর পড়ে আছে এবং কয়েকটি তার ছিড়ে গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


পথচারীকে বাঁচাতে গিয়ে রডবাহী ট্রাক খাদে

Update Time : ০৭:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরে পথচারীকে প্রাণে বাঁচাতে গিয়ে রডবাহী ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালকসহ ৩ জন প্রাণে বেঁচে যায়।

রোববার ৩ জুলাই সকালে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা উপজেলার জব্বর ঢালীর দোকান সংলগ্ন এ ঘটনাটি ঘটে।

চালক ইমরান জানায়, বিএসআরএম কোম্পানীর ১৩ টন রড ট্রাকে করে চট্টগ্রাম থেকে খুলনা ডিপোতে নিয়ে যাওয়া হচ্ছিলো। হরিনা ঘাট যাওয়ার সময় সকালে জব্বর ঢালীর দোকানের সামনে আসলে একজন বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৯৯৫৩) খাদে পড়ে উল্টে যায়।

স্থানীয় জসিম, রফিকসহ কয়েকজন জানায়, ট্রাকটি পুকুরে পড়ে যেত। রাস্তার পাশে বৈদ্যতিক খুঁটি ও তালগাছ থাকায় ট্রাকটি পানিতে পড়ে যায় নি। ট্রাকের ধাক্কায় বৈদ্যতিক খুঁটিগুলো পুকুরের পানির উপর পড়ে আছে এবং কয়েকটি তার ছিড়ে গেছে।